রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

শকুন কুড়েকুড়ে করছে গ্রাস স্বাধীনতার স্বাদ


শকুন কুড়েকুড়ে করছে গ্রাস স্বাধীনতার স্বাদ
দানবের হিংস্র থাবায় টুকরো টুকরো সুখগুলি হয়েছে বিস্বাদ
আজ অন্যায়ের প্রতিবাদী হয় ক্ষনিকেই লাশ
তাই বাকরুদ্র, প্রশাসন অন্ধ, চারিদিকে আতংক আর ত্রাস।
হায়নার থাবাকে হার মানায় রাষ্টের নীতিবাজ
নোংরা রাজনীতির বিষের কাছে হার মানে কাল সাপ
উঠ পাখির মতো মাথা গুজে আজ প্রতিবাদির দল
কেউ আবার প্রতিবাদি নয়, করেছে প্রতিবাদের ছল।

যদি একটি পথশিশুর


যদি একটি পথশিশুর আর্থনাদে, ঝর ঝর ঝরে পরতো সংসদ ভবন
যদি আরো একটি পথশিশুর আর্থনাদে, ঝর ঝর ঝরে পরতো বঙ্গ ভবন
তবে আর একটি পথশিশুকে কাদতে দেওয়া হতোনা বাচাতে বঙ্গ ভবন।

তবুও আমি গর্বিত বাংলাদেশের গর্বিত নাগরিক


আমি গর্বিত বাংলাদেশের গর্বিত নাগরিক বলছি।
আমরা গরিব নই, আমাদেরকে গরিব করে রাখা হয়েছে।
আমাদেরকে গরিব করে রেখেছে প্রতিটি সরকার,
তাদের ফায়দা হাছিলের জন্য।
আমরা চিরটা কাল গরিব থেকে গেলাম
আর উনারা (সরকার) হয়ে গেলেন বিরাট বিরাট পয়সা ওয়ালা।
তবুও আমি গর্বিত বাংলাদেশের গর্বিত নাগরিক।

খুব পথ হারাতে ইচ্ছে করে



খুব পথ হারাতে ইচ্ছে করে কোন এক অচেনা পথে
যে পথের পরে নেই কোন কোলাহল, নেই কোন লোকালয়।
রয়েছে সবুজের আবরনে ঢাকা, হাজার রঙের পাখির গান
আর শান্ত নদীর শান্ত ঢেউয়ের শান্ত কলতান।

বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

ভাঙ্গা নীড়

সুড়ঞ্জনা তোমার প্রতি আমার অতিরিক্ত বিশ্বাস ছিল বলেই
আমার বিশ্বাসের দুর্বলতা কে কাজে লাগিয়ে করেছিলে আমার সাথে তুমি অবিশ্বাসী আচরণ।
আমি তোমার সেই অবিশ্বাসী আচরণ মেনে নিতে পারিনি।
মেনে নিতে পারিনি তোমার প্রতারণা।
তোমার সেই অবিশ্বাসী আচরণে তোমার প্রতি আমার ভালবাসা রুপ নিয়ে ছিল তিক্ত ঘৃনায়।
আর সেই ঘৃনা থেকেই আজ দুজন, দুজনার মতো বেচে থাকা।

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

"মেয়ে হয়ে জন্মানো অভিশাপ"

(১) "মেয়ে হয়ে জন্মানো অভিশাপ"
     মনে করেন এমন আপুদের বলছি
     মেয়ে নয় নিজেকে মানুষ ভাবতে শিখুন।
     মানুষের কল্যাণে নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলুন।
     পুরুষ হয়ে জন্মানো আমার মতো অহংকারী ভাইদের বলছি
     নিজেকে পুরুষ নয় মানুষ ভাবতে শিখুন।

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

আমাদের দেশ প্রেম, ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি


আমাদের উচিত প্রতিটি শিশুকে দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলা।
অর্থাৎ এই প্রজন্মের উচিত আগামী প্রজন্মকে দেশে প্রেমিক হিসেবে গড়ে তুলা।
না হয় যে হারে আমাদের দেশ প্রেম, ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদি হারিয়ে বা বিলিন হয়ে যাচ্ছে সে হারে চলতে থাকলে আগামী প্রজন্ম বা তার পরের প্রজন্ম এসে আমাদের দেশ প্রেম, ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদির কানাকরিও খুজে পাবেনা। 

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

আমাদের বিজয় দিবস' ২০১৫

বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

এর চেয়ে নরখই ভাল নয় কি?

মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে আসা মানেই আরো এক নতুন জীবনের জন্ম।
আমি বহুবার ফিরে এসেছি, বহুবার পেয়েছি নতুন জীবন
কিন্তু পাইনি নতুন করে তাকে, ভুলিওনি পুরনো তাকে।
হে আমি সুরুঞ্জনার কথাই বলছি।
যে জীবন ও মরণ সুরঞ্জনাবিহীন, সে জীবন ও মরণে স্বর্গের কি প্রয়োজন?
এর চেয়ে নরখই ভাল নয়কি?

বল কোন কালে কি হবে, তোমার আমার মিলন


তোমার বিলাসি জীবন,
আমার ভিখারীর ভুজন
কোন কালে কি হবে
তোমার আমার মিলন?

আমি ছন্যছাড়া, বন্য বেসে
তুমি চোখ সাজাও মাসকারাতে।
আমার ভুখা পেট, অন্ন বিহীন
তোমার এক পোশাকে, এক দিন।