শকুন কুড়েকুড়ে করছে গ্রাস স্বাধীনতার স্বাদ
দানবের হিংস্র থাবায় টুকরো টুকরো সুখগুলি হয়েছে বিস্বাদ
আজ অন্যায়ের প্রতিবাদী হয় ক্ষনিকেই লাশ
তাই বাকরুদ্র, প্রশাসন অন্ধ, চারিদিকে আতংক আর ত্রাস।
হায়নার থাবাকে হার মানায় রাষ্টের নীতিবাজ
নোংরা রাজনীতির বিষের কাছে হার মানে কাল সাপ
উঠ পাখির মতো মাথা গুজে আজ প্রতিবাদির দল
কেউ আবার প্রতিবাদি নয়, করেছে প্রতিবাদের ছল।
দুর্নীতিবাজ হার মানায় ডায়নাসোরের রাক্ষুসি খিদা
চৌচল্লিশ বছরের নাবাল টকবকে যোয়ানের নামের আগে মুক্তিযুদ্ধা
নব্য রাজাকার আর নব্য মুক্তিযুদ্ধায় বাজার সয়লাব
বাড়ুক রাজাকার বাড়ুক মুক্তিযোদ্ধা তাতে তো রাষ্টের নীতিবাজের লাভ।
মুক্তিযোদ্ধার আজ উপোষ পেট শূণ্য ভাতের থালা
মুক্তিযোদ্ধার সন্তানেরা কোটা সুবিদায় আজ হচ্ছে পয়সা ওয়ালা।
পথের ধারে বাড়ছে আজও পথশিশুর আর্তনাদ হাহাকার
শকুনের পেট বাড়ছে আরো যেন আরো একটি পৃথিবীর সমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন