রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

খুব পথ হারাতে ইচ্ছে করে



খুব পথ হারাতে ইচ্ছে করে কোন এক অচেনা পথে
যে পথের পরে নেই কোন কোলাহল, নেই কোন লোকালয়।
রয়েছে সবুজের আবরনে ঢাকা, হাজার রঙের পাখির গান
আর শান্ত নদীর শান্ত ঢেউয়ের শান্ত কলতান।



খুব পথ হারাতে ইচ্ছে করে কোন এক অচেনা পথে
যে পথের পরে নেই কোন মায়ার টান, নেই পিচু ডাকের আহবান।
রয়েছে কালের সাক্ষী হাজার বছরে পুরনো বৃক্ষ, পাহাড় পর্বত আকাশ সমান
আর ঝর ঝর ঝরণার কল কল কল কলতান।

খুব পথ হারাতে ইচ্ছে করে কোন এক অচেনা পথে
যে পথের পরে নেই কোন পথহারা পথ শিশু, নেই তাদের খিদার আর্থনাদ।
রয়েছে সুখের সম্ভারে প্রতিটি শিশু, যেন না পাওয়ার স্বর্গ সমান
আর খিল খিল হাসিতে শিশুর কথা যেন পাখির কলতান।

খুব পথ হারাতে ইচ্ছে করে কোন এক অচেনা পথে
যে পথের পরে নেই কোন চাওয়া না পাওয়া ক্লেস, নেই স্বপ্ন বিলিন।
রয়েছে স্বপ্নের চেয়েও বেশী পাওয়া, নেই কোন না পাওয়ার অভিমান
আর সুখ সুখ রব রব যেন সুখের কলতান।

কোন মন্তব্য নেই: