রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

যদি একটি পথশিশুর


যদি একটি পথশিশুর আর্থনাদে, ঝর ঝর ঝরে পরতো সংসদ ভবন
যদি আরো একটি পথশিশুর আর্থনাদে, ঝর ঝর ঝরে পরতো বঙ্গ ভবন
তবে আর একটি পথশিশুকে কাদতে দেওয়া হতোনা বাচাতে বঙ্গ ভবন।


যদি একটি পথশিশুর খিদার জ্বালায়, শূন্য হয়ে যেত রাষ্টপতির আহারের থালা
যদি আরো একটি পথশিশুর খিদার জ্বালায়, শূন্য হয়ে যেত প্রধানমন্ত্রীর আহারের থালা
তবে আর একটি পথশিশুকে কাদতে দেওয়া হতোনা বাচাতে মন্ত্রীগনের আহারের থালা।

যদি একটি পথশিশুর শীতের কাপুনিতে, থরথর কেপে উঠতো লালবাগ কেল্লা স্মৃতি মহল
যদি আরো একটি পথশিশুর শীতের কাপুনিতে, থরথর কেপে উঠতো আহসান মঞ্জিল স্মৃতি মহল
তবে আর একটি পথশিশুকে কাদতে দেওয়া হতোনা বাচাতে সোনার গাঁ স্মৃতি মহল।

কোন মন্তব্য নেই: