মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭

প্রেমিক মাতাল-কে সার্চবক্সে খোঁজে বেড়ায়


সুরঞ্জনা হয়তো তার প্রেমিক মাতালকে গুগল কিংবা ফেইসবুক সার্চবক্সে খোঁজে বেড়ায়। যদি সত্যিই খুঁজে বেড়ায় তবে নিশ্চই সে নিরাস হয়ে ফিরে যায়না। কারণ দুই জায়গাতেই প্রেমিক মাতালের শক্ত অবস্থান। আর এই অবস্থান অর্জন একমাত্র সুরঞ্জনার জন্য। যাতে সে তার প্রেমিক মাতালকে খুব সহজে খোঁজে নিতে পারে। জানি তার জন্য সুরঞ্জনা প্রেমিক মাতালকে ধন্যবাদ জানাবেনা।

কোন মন্তব্য নেই: