শনিবার, ৩১ জানুয়ারী, ২০১৫

কপাটখানা

স্মৃতি অভিমানে মনের কপাট আলতো করে খোলে দেয়নি আজ।
ভিশন অভিমানে হিংস্র হয়ে ধপাশ করে ভেঙ্গে দিল মনের মরিচিকা ধরা কপাটখানা।
মনের সেই কপাটখানা জোরা নেবেনা জানি আর মৃত্যু অবধি।
ভাঙ্গাই থেকে যাবে মনের জরাজীর্ণ গোপন ঘরের কপাটখানা।
কেউ খুলে ছিল তা বহুকাল আগে আলতো পরশে
আবার এটে দিয়েছিল বিষণ আঘাতে বিদায় বেলা।
আজ ভেঙ্গে দিল স্মৃতি তা চিরকালের জন্য চিরচেনা সেই কপাটখানা।

বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫

নিজেরাই উদ্যেক্তা হয়ে ভালো কিছু করতে পারেন

সচ্ছল পরিবারের মেয়েরা কিন্তু সখের বসে অথবা
পড়া শুনার যোগ্যতাটাকে কাজে লাগানোর জন্যই চাকুরি করেন।
পেটের দায়ে কিংবা পরিবারের সচ্চলতার জন্য নহে।

সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫

তোর আর আমার ধর্মের বেড়িবাঁধ

আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিসরে।
আমি ও যে চাই তুই রেগে থাক আমার উপর।
জানিরে জানি আমার কথা গুলি তোকে খুব কষ্ট দেয়।

সোমবার, ১২ জানুয়ারী, ২০১৫

সুরঞ্জনা আজ আর আমার কাছে তুই আসিস না

সুরঞ্জনা আজ আর আমার কাছে তুই আসিস না.
কি অবাক হচ্ছিস?
অহে অবাক হওয়ারিত কথা।
জানিস আজ না আমার সুখ দেখে তোর হিংসা হতে পারে।

বুধবার, ৭ জানুয়ারী, ২০১৫

তার চেয়ে এই ভালো দূরে দূরে থাকা

আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিসরে।
আমি ও যে চাই তুই রেগে থাক আমার উপর।
জানিরে জানি আমার কথা গুলি তোকে খুব কষ্ট দেয়।
কি করবো বল? আমি যদি তোর সাথে মিষ্টি করে কথা বলি
আমি নিশ্চিত তুই আমার প্রেমে পড়ে যাবি।
তখন তোর কি হবে ভেবে দেখেছিস?

শুধু নেই সেই কবিতা প্রেমিক মাতাল আর সুরঞ্জনা

কবিতা নামের সেই মেয়েটি আজ হয়তো রমনা পার্কে বকুলের মালা বিক্রি করেনা।
তুমি আমি আমরা আর সেখানে ও যাইনা,আর কভু যাওয়া ও হবেনা।
কারণ দুজন কোথায় কিভাবে বেচে আছি, দুজনারই অজানা। 
তবুও রয়ে গেছে রমনা আগেরী মতো।

শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫

মুক্ত করো আমারই প্রাণ

এই ছন্যছাড়া জীবন তোমারি দান
যাহা দিয়াছুনু মোরে
তাহা নিয়া যাও
তোমারি তরে।
আমি যে দিতে পাড়িবোনা
তোমরই দানের প্রতিদান।
নিয়া যাও তুমি নিয়া যাও
তোমারই দান।
মুক্ত করো আমায়
মুক্ত করো আমারই প্রাণ।