বুধবার, ৭ জানুয়ারী, ২০১৫

তার চেয়ে এই ভালো দূরে দূরে থাকা

আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিসরে।
আমি ও যে চাই তুই রেগে থাক আমার উপর।
জানিরে জানি আমার কথা গুলি তোকে খুব কষ্ট দেয়।
কি করবো বল? আমি যদি তোর সাথে মিষ্টি করে কথা বলি
আমি নিশ্চিত তুই আমার প্রেমে পড়ে যাবি।
তখন তোর কি হবে ভেবে দেখেছিস?

তুই আমাকে পাওয়ার লোভে মাতোয়ারা হবি
ভুলে যাবি তোর আর আমার ধর্মের বেড়িবাঁধ।
ভুলে যাবি তুই তোর দালান কোঠা,
ভুলে যাবি বৃষ্টি বেলায়,মাঝ রাতে ঘুম ভাঙ্গায় আমায় বৃষ্টির ফোটা।
ভুলে যাবি তুই তোর মা বাবা আদর সোহাগ
যদি রাখিস আমার এই হাতে তোর হাত।
তার চেয়ে এই ভালো দূরে দূরে থাকা
তার চেয়ে এই ভালো চোখে চোখ না রাখা।

ভালো থাকিস শুভ কামনা রইলো।

কোন মন্তব্য নেই: