সোমবার, ১২ জানুয়ারী, ২০১৫

সুরঞ্জনা আজ আর আমার কাছে তুই আসিস না

সুরঞ্জনা আজ আর আমার কাছে তুই আসিস না.
কি অবাক হচ্ছিস?
অহে অবাক হওয়ারিত কথা।
জানিস আজ না আমার সুখ দেখে তোর হিংসা হতে পারে।

তুই হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারিস।
আমি চাইনারে তুই জ্বলে পুড়ে ছাই হস।
তাই তো তোকে আজ আসতে মানা করেছি।
প্লিজ আজ তুই আসিস না রে সুরঞ্জনা।
কি?
"ওহ তুই জানতে চাস কি এমন সুখ"
নারে তোকে তো বলা যাবেনা।
তোর লোভ হবে যে, আমার সুখের কথা শুনে।
নারী জাতি লোভী সে তো তুই-ই আমাকে শিক্ষিয়ে গেছিস।
আমি কি সে শিক্ষা এতো সহজে ভুলে যেতে পাড়ি।

কোন মন্তব্য নেই: