কবিতা নামের সেই মেয়েটি আজ হয়তো রমনা পার্কে বকুলের মালা বিক্রি করেনা।
তুমি আমি আমরা আর সেখানে ও যাইনা,আর কভু যাওয়া ও হবেনা।
কারণ দুজন কোথায় কিভাবে বেচে আছি, দুজনারই অজানা।
শুধু কবিতা সেই, ছোট্ট ফুল ওয়ালি মেয়েটা আজ আর আসেনা,
আসেনা প্রেমিক মাতাল আর সুরঞ্জনা।
তাই বলে যে রমনা আজ জনশূন্য তা কিন্তু নয়।
রমনায় আজও কিন্তু আগের চেয়েও জনবহুল।
আগের চেয়েও প্রাণবন্ত।
শুধু নেই সেই কবিতা প্রেমিক মাতাল আর সুরঞ্জনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন