বুধবার, ১৩ মে, ২০২০

আজ অমানুষের কবি'তে হোক পরিণয়

অমানুষের কবি


ভয়ে থেমে যাক, প্রতিবাদী কাব্য সৃজন
থমকে যাক, প্রতিবাদী ভাষার উচ্চারণ।
পথ ভুলা হোক সাহসী, বীরপুরুষের দল
উজ্জীবিত হোক, মাথানত কাপুরুষের বল।

কারার ভয়ে কলম, লিখনি কাপেঁ থরতর
জেল জুলুম হুলিয়া, ভড়িয়া উঠিল জড়সড়।
মুক্তি পাক, শান্তি পাক শতশত অপরাধির দল
অপরাধ মুক্তি পাক, নিপাক যাক প্রতিবাদীর দল।

কালা কানুন কলমের নয়, চোরের পক্ষে কথা কয়
চোরেরা যেন চোর নয়, সাধু বেসে সাধু সেজে রয়।
লিখনির জোরে চোরের সাজা যদি রুপকথার গল্প হয়
কবিও কলিকালের রুপকথার কাব্য রচনায় পাবে ভয়।

কালা কানুনের ভয়ে, গড়েছে কবির মনে বিস্বাদ সিন্ধু
কলম কবির শত্রু, প্রতিবাদী ভুলা নিরবতা বিশাল বন্ধু।
গনমানুষের কবি আজ, অমানুষের কবিতে হোক পরিণয়
ভয়ে ভয়ে শুধু ভয়ে, হোকনা তবু ঐ কালাকানুনের জয়।

মঙ্গলবার, ১২ মে, ২০২০

সুরঞ্জনা সোনার খাঁচায় বন্দি



আরেকটা কবিতা লিখবো তোমায় নিয়ে, না সে কবিতায় তুমি থাকবেনা
থাকবে তোমার বদলে তোমার নামের, তোমার শূন্যস্থান পূরণে অন্য কেউ।
আরেকবার তোমার প্রেমে পড়বো আমি, না সে প্রেমের নাইকা তুমি নও
তোমার মতো দেখতে হয়তো, তবে তোমার মতো প্রতারক কেউ নয়।

আরেকবার জীবন গড়বো আমি, না তোমার ভালবাসার মায়ায় নয়
তোমার মতো অন্য কেউ হয়তো, তবে তোমার অতো অমানুষ নয়।
আরেকবার করবো তোমায় সুরঞ্জনা সোনায় খাচায় বন্দি, তবে তুমি নও
আরেকবার ভাঙ্গবে তুমি আমার সেই ভাঙ্গা নীড়, না সেও তুমি নও।

আরেকবার আমি স্বপ্নের পিঠে বয়ে নিয়ে আসা দুঃস্বপ্নের ফাদে পড়বো
আরেকবার আমি ঘুরেফিরে আবার নতুন করে তোমার প্রেমেই পড়বো।
কল্পনায় এমন দিন গুনেগুনে কেটে গেছে পনেরটি বছর, একযুগের উপর
যাকনা জীবন এভাবেই কেটে তুমি বিহীন একলা দহনে, পরজনমের পর।

ভালবাসি সুরঞ্জনা আজো ভালবাসি যতোদিন হয়না, তোমার জানা
আমি অন্ধের মতো ভালবেসে যাবো ভয় না করে, পরজনমের দহনেহানা।
স্বর্গের মায়া ছাড়া প্রেমিক মাতাল আমি, নরকের কি ডর ভয় পাই
তোমার মায়ায় কাটবে জীবন মরণ, পাবেনা নতুন করে কেউ ঠাই।

রবিবার, ১০ মে, ২০২০

অমানুষের কবি'র মৃত্যুতে


অমানুষের কবি'র মৃত্যুতে

একদিন আমিও মানুষ ছিলাম, ছিল মানুষের মতো জীবন স্বপ্নময়
একদিন আমিও প্রেমিক ছিলাম, ছিল প্রেমিকাকে হারাবার ভয়।

একদিন আমিও পথিক ছিলাম, স্বপ্নের মতো জীবন গড়ার পথে
একদিন আমিও বৃষ্টিকে ভালবেসে ছিলাম, কোন এক মেঘ কালো রাতে।

একদিন আমিও মায়ের লক্ষি ছেলে ছিলাম, টাকার নেষায় মেতে
একদিন আমিও সমাজের ছিলাম, সমাজের দ্বায়বদ্ধতা থেকে।

আজ আমি অন্য মানুষ, অন্য কোন পথের, অন্য কোন নদীর ঘাটে
অন্য ভাবেই কাটছে জীবন, জীবনের শেষ হিসেব নিকেশ কষে।

বেচে আছি মরবো বলে, মরার তরে, জীবনের শেষ মোহনায়
অমানুষের কবি'র মৃত্যুতে কে আছে কাদার ছলে করে হায়হায়।

থেমে থাক অমানুষের কবি

থেমে থাক অমানুষের কবি


ছোট লোকের ঘরে জন্ম আমার, বড়লোকের মতো ছোটলোকি মন তাই
বড়লোক ছোটলোকের লক্ষ্য একটাই, কারিকারি টাকা কামাই।

বড়লোক ছোটলোক ভাই ভাই, যে ভাবেই হোক টাকা চাই
সম্মান বাড়লো না কমলো কি দেখি, তাতে খেতা পুড়া ছাই।

না আর হবেনা, এখানেই থেমে থাক অমানুষের কবি.....

আমি যে অমানুষের কবি


থেমে থাক অমানুষের কবি


ঐ পথশিশু তোদের চোখে কান্নার জল দেখে আমার পৌষাশিক আনন্দ জাগে
আমি যে অমানুষের কবি।
হে প্রিয়া তোমার চোখের জন আমার কাছে হেয়ালি লাগে
আমি যে অমানুষের কবি।

পথের শিশু দুইটা টাকা দেন যখন খুজে, আমার মাঝে তখনি পশুত্ব জাগে
আমি যে অমানুষের কবি।
কান দুইটা মলে দিয়ে কাজ করে খা বলে আমার হৃদয় মহামানবী সাজে
আমি যে অমানুষের কবি।

খাদ্য বস্ত শিক্ষা চিকিৎসার দাবীতে যখন গণমানুষ জাগে, আমার কাছে ওদেরকে বেকুবের দল লাগে
আমি যে অমানুষের কবি।
অধিকার চাই অধিকার চাই আর্থনাদ করা ওরা আমার মনে হয় যেন এই ফরলো ফাদে
আমি যে অমানুষের কবি।

মায়ের চিল্লান আর কতো কাল খাবি আমার ঘারের উপড় পরে, এ যেন মিষ্টি কাব্যের সুন্দর কথা মালা ঝরে
আমি যে অমানুষের কবি।
ভাবি দুইটা টাকা কামাই করে দিতে পারলে যেন মায়ের পরাণ যাবে ভরে
আমি যে অমানুষের কবি।

আমি অমানুষের কবি

থেমে থাক অমানুষের কবি


আমি অমানুষের কবি
মায়ের ডাকে ঘুম ভেঙ্গে দুপুর দুইটা বাজে শুনি।
আমি অমানুষের কবি
রাত জেগে ফুটপাথে ঘুমিয়ে থাকা অমানুষদের গুনি।

আমি অমানুষের কবি
মানুষের মাঝে অমানুষ খুঁজে তাদের নিয়ে নতুন কাব্য বুনি
আমি অমানুষের কবি
পশুর মাঝে মানুষের মহানগুণ মনুষ্যত্বই আমার কাব্য লেখার পুজি।

আমি অমানুষের কবি
অমানুষের নিয়ে লিখবোনা আর, পণ করেও লিখে ফেলে দুই কলম রোজই।
আমি অমানুষের কবি
গণমানুষের মানুষের কথা না ভেবে, অমানুষের কথা ভাবি।

আমি যে অমানুষের কবি......

শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

কতো দুপুর না খেয়ে কাটিয়েছি টাকার অভাবে...


কতো দুপুর না খেয়ে কাটিয়েছি টাকার অভাবে।সেই অভাবের মাঝেই কতো দুপুরে খুদার্থ অসহায় কিংবা পথশিশুদেরকে নিজের দুপুরের খাবার খাওয়ার টাকা বিলিয়ে দিয়েছি হাসি মুখে শুধুমাত্র #মানুষ_হওয়ার_বিশাল_আকাংখায়। পেয়ে কতো শত স্বর্গীয় হাসি উপহার। যা অনায়াসে স্বর্গের স্বাদ মিঠায়। 

হাহাহাহা আজ আমার টাকার অভাব নেই। খাবারের অভাব নেই।সব অভাব কেটে গেছে। অথচ আজ আমার অভাব পরেছে আমার মধ্যে থাকা সেদিনের আবেগ বিবেক ভালবাসার। না এখন আর আমার চোখ পথশিশুর দেখা পায়না। দেখেনা কোন খুদার্থ অসহায়ের। 

না আমি মানুষ হতে পারিনি অল্প কিছু কাগজের নোটের নেষায়। টাকার নেষা আমার মানুষ হওয়ার নেষাটাকে মেরে ফেলেছে।মেরে ফেলেছে আমার আবেগ বিবেক ভালবাসাকে।

এক সময় আমি বলতাম যার মাঝে আবেগ নেই, বিবেক নেই, ভালবাসা নেই সে মানুষ হতে পারেনা। অথচ আজ আমি মানুষ নই। টাকার নেষা আমাকে অমানুষ করে দিয়েছে। পৃথিবীতে টাকার নেষার চেয়ে খারাপ নেষা কি আর থাকতে পারে।

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

পেরেছ কি তুমি কাদিতে?



এক চিলতে বৃষ্টি ঝরেছিল আজ, আমার দুচোখে
কিন্তু মেঘ জমা ছিলনা বিন্দুমাত্র, মনের আকাশে।
আজ ফাগুনের আগুন পুড়িয়েছিল মন, খুব গোপনে
কিন্তু তখন বৃষ্টি ঝরেনি চোখে, সে আগুন নেভাতে।

না আর কবিতা লিখবোনা, তোমার বিরহের যাতনায়
তুমি তো কবির প্রেমে পরনি, পরেছিলে কবিতার।
কবিতা আমার সৃষ্টি, তাই করে ছিলে আরাধনা আমার
আমি তো ভেবে ছিলাম, এ যেন কবির জীবনে এলো প্রেমের জোয়ার।

প্রাণহীন মৃতদেহ লুঠায়ে পরিলে একদিন মাটিতে
শুয়ায়ে রাখিবে যখন লোকে শিতল পাটিতে।
হয় তো আসিবে সেদিন তুমি শেষ দেখা দেখিতে
অথচ আমি জানবোনা পেরেছ কি তুমি কাদিতে?

বুধবার, ১ জানুয়ারী, ২০২০

স্যার ফজলে হাসান আবেদ এর একান্ত সাক্ষাতকার




স্যার ফজলে হাসান আবেদ এর একান্ত সাক্ষাতকার ভালবাসি বাংলাদেশ YouTube - 6 mins ago PREVIEW 6:24 ফজলে হাসান আবেদ এর জীবনী | Biography Of Sir Fazle Hasan Abed ... NH Tv Bangla YouTube - Oct 22, 2018 PREVIEW 43:17 Sir Fazle Hasan Abed KCMG in Conversation with Nobonita ... BRAC ফজলে হাসান আবেদ: গ্রামবাংলার পালাবদলের স্বপ্নদ্রষ্টার প্রয়াণ  - ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন। ... সিলেটের শাল্লায় যুদ্ধে বিধ্বস্ত একটি জনপদের মানুষজনের জন্য ত্রাণ সহায়তা দিতে কাজ শুরু করেন স্যার ফজলে হাসান আবেদ। সেখানে ... এর মাধ্যমে দেশজ নকশা ও কাপড়, দেশীয় রুপা-তামা-কাঠ-পুঁতির গয়না নতুন করে প্রচলন হয়। Missing: সাক্ষাতকার ‎| Must include: সাক্ষাতকার ফজলে হাসান আবেদ: যে কারণে তিনি স্মরণীয় থাকবেন - BBC News ...- প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের প্রতি শেষবারের মত শ্রদ্ধা জানাতে রোববার ঢাকার একটি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন নানা মত-পথের বহু মানুষ। তাদের কে কী বললেন? Missing: সাক্ষাতকার ‎| Must include: সাক্ষাতকার ফজলে হাসান আবেদ এক আলোকবর্তিকা - Prothom Alo মতামত  - সম্পাদকীয় · রাজনীতি · অর্থনীতি · ধর্ম · সমাজ · আন্তর্জাতিক · শিক্ষা · সাক্ষাৎকার · বিতর্ক · চিঠিপত্র · বিবিধ · প্রচ্ছদ · মতামত ... ফজলে হাসান আবেদআবার আরেকটা সম্মান পেলেন বাংলাদেশের কৃতী সন্তান আন্তর্জাতিক ব্যক্তিত্ব স্যার ফজলে হাসান আবেদ। শিক্ষাক্ষেত্রে ... ফজলে হাসান আবেদ। সব সময়ের মতো দাতাদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তিনি ঘোষণা দিলেন, এর পুরো টাকাই শিশুদের প্রাক্‌–প্রাথমিক শিক্ষায় কাজে লাগাবেন। ... সমাজ আর দেশ যখন দুর্নী ... Missing: সাক্ষাতকার ‎| Must include: সাক্ষাতকার Sir Fazle Hasan Abed স্যার ফজলে হাসান আবেদ - Facebook  সরকার চালানোর মতো দায়িত্ব নিতে আমি রাজি না'-ফজলে হাসান আবেদ আমরা এক গভীর খাদের দিকে যাচ্ছি জনগণের মধ্যে এখনও এই ধারণা পোক্ত হয়নি যে, রাজনৈতিক দলগুলো... ... সাপ্তাহিক : এর আগে আপনার সাক্ষাৎকার নেবার সময় আপনি ব্রিটিশ কাউন্সিলের একটি জরিপের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের নতুন প্রজন্ম নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। বাংলাদেশের ... ফজলে হাসান আবেদের শারীরিক অবস্থা স্থিতিশীল - BanglaNews24  - ঢাকা: ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শারীরিক ... আওয়ামীলীগ · বিএনপি · জাতীয় পার্টি · নির্বাচন ও ইসি · অন্যান্য দল · সাক্ষাৎকার · অর্থনীতি ... এতে বলা হয়, স্যার ফজলে হাসান আবেদের শারীরিক পরিস্থিতির বিবেচনায় চিকিৎসকেরা হাসপাতালে দর্শনার্থী সীমিত রাখতে পরামর্শ দিয়েছেন। এখন তার এবং তার পরিবারের প্র ... স্যার ফজলে হাসান আবেদ: একজন পরিপূর্ণ মানুষের প্রতিকৃতি – Dinrat ... https://dinratnews.net › 2019/12/20 › স্যার-ফজলে-হ... - শিক্ষাজীবন শেষে স্যার ফজলে হাসান আবেদ ১৯৬২ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত লন্ডন, কানাডা ও আমেরিকায় চাকরি করেন। ... মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি, প্রচারপত্র বিলি, টাইমস অব লন্ডনে লেখা ও বিজ্ঞাপন প্রকাশ করা, রেডিও ও টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়া, ইউরোপীয় দেশসমূহের পার্লামেন্ট সদস্যদের আলোচনার মাধ্যমে স্বদেশের স্বাধীনতার পক্ষে ... এই দিন থেকেই বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিসটেন্স কমিটি সংক্ষেপে 'ব্র্যাক'-এর শাল্লা প্রকল্ ... দেশের ইতিবাচক অগ্রগতির পক্ষে নয় বর্তমান রাজনীতি : স্যার ফজলে ... https://www.priyo.com › articles › দেশের-ইতিবাচক... Translate this page Jul 4, 2013 - স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি (নাইট কমান্ডার অব দ্য অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ); বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন এবং ব্র্যাক ... ব্র্যাক ব্যাংক লিমিটেডের এক যুগপূর্তি উপলক্ষে তার এই সাক্ষাৎকার। ... যুগপূর্তির সন্ধিক্ষণে ব্যাংকটির চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ একান্ত সাক্ষাত্কারে কথা বলেন বণিক বার্তার সঙ্গে। ... এর মানে দাঁড়ায়, দরিদ্র জনগোষ্ঠী ঋণ নিয়ে তা সময়মতো ফেরত দেয় ... নেতৃত্ব নির্বাচনে স্যার ফজলে হাসান দৃষ্টান্ত স্থাপন করে গেছেন ... https://www.deshebideshe.com › news › details Translate this page Dec 20, 2019 - সাহিত্য সংবাদ · গল্প · কবিতা · প্রবন্ধ · উপন্যাস · অনুবাদ · ভ্রমণ · সাক্ষাতকার · বইপত্র · উৎসব · স্মৃতি · স্মরণ · শ্রদ্ধাঞ্জলি · মুক্তিযুদ্ধ ... ঢাকা, ২১ ডিসেম্বর - ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ... স্যার ফজলে হাসান আবেদ বিচক্ষণতার সঙ্গে একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন'- গত ১৭ সেপ্টেম্বর একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন 'ব্র্যাক বাংলাদেশ'-এর নতুন ... মুক্তির মন্দির সোপান তলে, আপনার নাম লেখা রবে অশ্রুজলে https://roar.media › sir-fazle-abed-hasan-will-be-missed Translate this page এই সময়টা তখন, যখন স্যার ফজলে হাসান আবেদ বহুজাতিক তেল কোম্পানী শেলের ফাইন্যান্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ... এর চেয়ে কিছু সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তাদের দক্ষতার উন্নয়ন ঘটিয়ে, তাদের মাধ্যমেই নিজেদের জীবনমানের উন্নয়ন ঘটানো

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

চাকরির খবর ২০২০ - chakrir khobor 2020 - চাকরির খবর ২০২০ - chakrir khobor 2020