অপ্রিয় সত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অপ্রিয় সত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

কতো দুপুর না খেয়ে কাটিয়েছি টাকার অভাবে...


কতো দুপুর না খেয়ে কাটিয়েছি টাকার অভাবে।সেই অভাবের মাঝেই কতো দুপুরে খুদার্থ অসহায় কিংবা পথশিশুদেরকে নিজের দুপুরের খাবার খাওয়ার টাকা বিলিয়ে দিয়েছি হাসি মুখে শুধুমাত্র #মানুষ_হওয়ার_বিশাল_আকাংখায়। পেয়ে কতো শত স্বর্গীয় হাসি উপহার। যা অনায়াসে স্বর্গের স্বাদ মিঠায়। 

হাহাহাহা আজ আমার টাকার অভাব নেই। খাবারের অভাব নেই।সব অভাব কেটে গেছে। অথচ আজ আমার অভাব পরেছে আমার মধ্যে থাকা সেদিনের আবেগ বিবেক ভালবাসার। না এখন আর আমার চোখ পথশিশুর দেখা পায়না। দেখেনা কোন খুদার্থ অসহায়ের। 

না আমি মানুষ হতে পারিনি অল্প কিছু কাগজের নোটের নেষায়। টাকার নেষা আমার মানুষ হওয়ার নেষাটাকে মেরে ফেলেছে।মেরে ফেলেছে আমার আবেগ বিবেক ভালবাসাকে।

এক সময় আমি বলতাম যার মাঝে আবেগ নেই, বিবেক নেই, ভালবাসা নেই সে মানুষ হতে পারেনা। অথচ আজ আমি মানুষ নই। টাকার নেষা আমাকে অমানুষ করে দিয়েছে। পৃথিবীতে টাকার নেষার চেয়ে খারাপ নেষা কি আর থাকতে পারে।

সোমবার, ২২ জুলাই, ২০১৯

বেওয়ারিশ কুকুরের মতো সমাজ বা পাড়ার কুত্তা গুলিও নিয়ন্ত্রনে থাকতো


ভাদ্র মাসে যে ভাবে সাড়াশি দিয়ে শহরের বেওয়ারিশ কুকুর গুলিকে গলা টিপে হত্যা করা হয় ঠিক সে ভাবে যদিও সমাজের বা পাড়ার কুত্তা গুলিকে সাড়াশি দিয়ে হত্যা করা হতো তবে শহরের বেওয়ারিশ কুকুরের মতো সমাজ বা পাড়ার কুত্তা গুলিও নিয়ন্ত্রনে থাকতো। অবশ্যই তার আগে পাড়া বা সমাজের কুত্তাগুলিকে মানুষ হিসেবে নাগরিত্ব দেওয়া পরিচয়পত্র বাতিল করে কুত্তা হিসেবে পরিচয়পত্র দিতে হবে। নতুবা আবার মানুষ রুপি কুকুরদের পক্ষে মানবাদিকার সংগঠন গুলি দাঁড়িয়ে যাবে মানুষ রুপি কুকুরগুলির মানবাদিকারের দোহাই দিয়ে।

বুধবার, ৩ জুলাই, ২০১৯

কেন হবু বউর জন্ম দেওয়া খুদার্ত কুকুরের কামড় আপনি খাবেন?


আপনার প্রেমিকাকে অন্য কেউ বিয়ে করলে আপনি কি সেটা মেনে নেবেন?
তবে কেন আপনি অন্যের প্রেমিকাকে বিয়ে করবেন?
তাই অবশ্যই বিয়ে করার আগে যাচাই করুন আপনার হবু বউ অন্যের প্রেমিকা কিনা?

বিয়ের আগে এইচআইবি এইডস যাচাই করা যতোটা জরুরী তার চেয়ে বেশী জরুরী কারো প্রেমিকাকে কি বিয়ে করছেন সেটা যাচাই করা।

এইচআইবি এইডস নিয়ন্ত্রণ করা যায় চিকিৎসায়। কিন্তু চ্যাকা খাওয়া খুদার্ত কুকুরের কামড়কে নিয়ন্ত্রণ করা যায়।
কেন আপনার হবু বউর জন্ম দেওয়া খুদার্ত কুকুরের কামড় আপনি খাবেন?

মায়ের মুখে হাতিমতাই গালি খাওয়া সু-ভাগ্যবান সন্তান তেমনটা জন্মায়না

পুরাতন ছেড়া জুতা আর পুরাতন জামা কাপড় পরে চলাফেরা করি বলে ভাববেন না আমি ফকিন্নি কিংবা কিপ্টুস।

মনে রাখবেন আমি শিক্ষিত নই, সু-শিক্ষিত নই, জীবন থেকে শিক্ষা নিয়ে স্ব-শিক্ষা অর্জনে ব্যস্ত।

যে শিক্ষা অহংকার সৃষ্টি করেনা বরং ধংস করে, যে শিক্ষা পোশাক আশাকে নয় বরং আচরণে প্রকাশ পায়, যে শিক্ষা অসত পথে টাকা আয়ের নেষা নয় বরং সৎ পথে ব্যয়ের শিক্ষা দেয় আমি সেই শিক্ষাই নিচ্ছি আমার জীবন থেকে।

মনে রাখবেন মায়ের মুখে হাতিমতাই গালি খাবার মতো সু-ভাগ্যবান সন্তান তেমন একটা জন্মায়না। আমি সেই সু-ভাগ্য নিয়ে জন্মেছি।

সোমবার, ১ জুলাই, ২০১৯

#কেন বিধবার হার এতো বেশি..


বাবার কষ্টের জমানো টাকা ছেলের ভবিষ্যতের জন্য নয়, মেয়েকে বিয়ে দেওয়ার জন্যই হয় অধিকাংশ। আর ছেলে তো পুরুষ মানুষ। সে তার ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে পারবে।

তাই তো সমাজে বিবাহ উপযুক্ত ছেলের সংখ্যা নেহায়েত কম বিবাহ উপযুক্ত মেয়েদের তুলনায়।

ছেলেদের বিয়ের প্রধান যোগ্যতা চাকরি ব্যবসা বা আয়। যা মেয়েদের বেলা নিঃপ্রয়োজন।

তাইতো ছেলেদের বিয়ে করতে করতে অনেক বয়স হয়ে যায়। যেই বয়সে মেয়েরা সাধারণত অবিবাহিত থাকেনা। তাই ছেলেরা বিয়ে করতে হয় তাদের থেকে অনেক কম বয়সী মেয়েকে। যেহেতু সাধারণত যার যতো বেশি বয়স তার ততো আগে মৃত্যু ঘটে। এই ধারাবাহিকতায় স্বামীর মৃত্যু স্ত্রীর মৃত্যুর অনেক আগেই ঘটে থাকে। আর এর ফলে এ দেশে বিধবার হার এতো বেশি।

হয়তো অনেকেই ভাবেন গড় আয়ু পুরুষের তুলনায় নারীর বেশি। কিন্তু না এমন কোন রিপোর্ট এদেশে আজ পর্যন্ত হয়নি।

বিঃদ্রঃ- এটা সামান্য মাত্র বিশ্লেষণ। ফেইসবুক এ এর চেয়ে বেশি বিশ্লেষণের উপযুক্ত প্লাটফর্ম বলে আমি মনে করিনা।
>>>>>>>>>অপ্রিয় সত্য