মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

পেরেছ কি তুমি কাদিতে?



এক চিলতে বৃষ্টি ঝরেছিল আজ, আমার দুচোখে
কিন্তু মেঘ জমা ছিলনা বিন্দুমাত্র, মনের আকাশে।
আজ ফাগুনের আগুন পুড়িয়েছিল মন, খুব গোপনে
কিন্তু তখন বৃষ্টি ঝরেনি চোখে, সে আগুন নেভাতে।

না আর কবিতা লিখবোনা, তোমার বিরহের যাতনায়
তুমি তো কবির প্রেমে পরনি, পরেছিলে কবিতার।
কবিতা আমার সৃষ্টি, তাই করে ছিলে আরাধনা আমার
আমি তো ভেবে ছিলাম, এ যেন কবির জীবনে এলো প্রেমের জোয়ার।

প্রাণহীন মৃতদেহ লুঠায়ে পরিলে একদিন মাটিতে
শুয়ায়ে রাখিবে যখন লোকে শিতল পাটিতে।
হয় তো আসিবে সেদিন তুমি শেষ দেখা দেখিতে
অথচ আমি জানবোনা পেরেছ কি তুমি কাদিতে?

কোন মন্তব্য নেই: