বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪

মনে পড়ে মন পুড়ে (১ম পর্ব )


(১)
এনি দাড়িয়ে আছে কলেজের গেইটে।
কলেজের গেইটটা একেবারেই মেইন রোডের পাশে।
শ্রাবনের দিন। রিমঝিম বৃষ্টি ঝরছে।
এনির বৃষ্টিতে বিজতে খুব ভাল লাগে। বৃষ্টি তার অনেক প্রিয়।

সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪

ফেসবুক ফ্যান পেইজ, গোগল প্লাস,ইউটিউবে লাইক, ভিওয়ার ও ফ্লয়ার বাড়ান খুব সহজ পদ্ধতিতে

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।আমরা অনেকে সখের বশে অনেক সময় ফেসবুক – এ ফ্যান পেইজ তৈরি করি কিন্তু প্রথম প্রথম তেমন লাইক পাই না। কিন্তু ফেসবুক – এ  ভিওয়ারনতুন পেইজে কেও

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

আমি ভালবাসার কাঙ্গাল

আমি ভালবাসার কাঙ্গাল
আর ভালবাসা স্বার্থপর
তাই সে পালিয়ে বেড়ায়।

সারে সাত বৎসর

তুমি এসে ছিলে ঘুমের ঘোরে সপ্ননের মতো
আবার চলে গেলে ঘুম ভাঙ্গার সাথে সাথে
মাঝখানে কেটে গেলো সারে সাতটি বৎসর

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

আজ এক পসলা বৃষ্টি এলে

আজ এক পসলা বৃষ্টি এলে ভিজে নিতাম
শোকের মাতনে দুঃখ গুলি ধোয়ে নিতাম
দুঃখ গুলি ধোয়ে নিলে হয়তো হালকা হতো

ঘৃণা হচ্ছিলো ঐ বন্দুর উপর

আমি আমার এক মেয়ে বন্ধুকে কাল চ্যাটে প্রশ্ন করেছিলাম
শপিং করেছ?
সে উত্তর দিল, আমি একটা জামা কিনেছি ১,৪০,৫০০।
আমি প্রশ্ন করলাম সংখ্যাটা কিসের?

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪

বদলে নিয়েছে কেউ এক জন

আমি বদলে গেছি, বদলে গেছে আমার জীবন,
বদলে গেছে আমার পৃথিবী
না না বদলে যাইনি, বদলে দিয়েছে কেউ এক জন।

আজ বৃষ্টি এসে ছিল আমার শহর জুরে

আমার শহর জুরে
আজ ধুলি কণা বাসিয়ে নিলো জলে
আজ বৃষ্টি আমায় দেয়নি একটু ও ছুয়ে

এ শুধু সপ্ন

এই ভাঙ্গা চোরা জীবনটা কেউ একজন এসে আবার গড়ে দেবে।
আবার নতুন করে আমায় বাঁচতে শিখাবে।দেখাবে নতুন সপ্ন।
বুঝাবে জীবনের মানে।এ শুধু সপ্ন।সপ্ন সপ্ন থাকে পায়না পূর্ণতা।

বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

"SURONJONA" I miss you all the time.

এই কানে ধরলাম আর রাত জাগবো না
বিশ্বাস করো তোমার মাথা ছুয়ে বলছি
লক্ষিটি এবার রাগ ভাঙ্গ প্লিজ।
একটু হাসনা প্লিজ,