শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

আজ এক পসলা বৃষ্টি এলে

আজ এক পসলা বৃষ্টি এলে ভিজে নিতাম
শোকের মাতনে দুঃখ গুলি ধোয়ে নিতাম
দুঃখ গুলি ধোয়ে নিলে হয়তো হালকা হতো

নতুন সুখের সপ্নে আমি থাকতাম ভ্রত।

ফেলে আসা সেই সৃতি গুলি যখন মনে পরে
দু-চোখ দিয়ে তখন আমার অশ্রু ঝরে
আমার দুঃখে আকাশ যখন কেঁদে ফেলে
তার অশ্রুতে ভিজতে আমার ইচ্ছে করে।

জানি আকাশ আজ কাদবে না
বৃষ্টি ও তাই হবে না
আমার দুঃখ ধোয়া গেলনা
হালকা ও তা হল না।

কাটবে জীবন এমনি করে
সৃতি গুলি আকরে ধরে
দুঃখটাকে সঙ্গি করে
আঁধার ঘেরা একলা ঘরে।

কোন মন্তব্য নেই: