শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

আমি ভালবাসার কাঙ্গাল

আমি ভালবাসার কাঙ্গাল
আর ভালবাসা স্বার্থপর
তাই সে পালিয়ে বেড়ায়।

আমি সুখ পিয়াসি
আর সুখ মরিচিকা
তাইতো হয়না দু-জনার দেখা।

আমি দুঃখি
আমি সুখের অন্যসনে
গুরছি আপন মনে।

আমি পথহারা প্রতিক
নীড়ে ফেরার আশা মনে।
নীড়, সেতো কাল বৈশাখে ভেঙ্গে গেছে
কবে কখন, কোথায় যেনো।

কোন মন্তব্য নেই: