জলের বুকে পদ্দ ফুঠে
ফুটে শাপলা শালুক
সেই জলেতেই থাকে আবার
সাপ কিংবা জুক।
প্রেম তেমনি এক জল
ফুঠায় স্বপ্ন রাশী রাশী
আবার পোষা সাপ মারে বিষাক্ত ছুবল
প্রেমে পড়লে বুঝবেরে
পিড়িতির কি ফল?
আকাশে চাঁদ থাকে দেয়
উপহার জ্যোৎস্না রাতি
আবার সে সূর্য রাখে
খরায় তার ফাঠায় মাঠি।
মাঠি কেঁদে বলে দেনা একটু জল!!
উড়ু মেঘ বৃষ্টি দিয়ে
সবুজ ফসল ফলায়
আবার মেঘ বৃষ্টি দিয়ে
বানের জলে বাসায়।
এই প্রেমিক মাতাল বলে
এক দেহে এক নল
তার ভিতরে দুই জল!!
ফুটে শাপলা শালুক
সেই জলেতেই থাকে আবার
সাপ কিংবা জুক।
প্রেম তেমনি এক জল
ফুঠায় স্বপ্ন রাশী রাশী
আবার পোষা সাপ মারে বিষাক্ত ছুবল
প্রেমে পড়লে বুঝবেরে
পিড়িতির কি ফল?
আকাশে চাঁদ থাকে দেয়
উপহার জ্যোৎস্না রাতি
আবার সে সূর্য রাখে
খরায় তার ফাঠায় মাঠি।
মাঠি কেঁদে বলে দেনা একটু জল!!
উড়ু মেঘ বৃষ্টি দিয়ে
সবুজ ফসল ফলায়
আবার মেঘ বৃষ্টি দিয়ে
বানের জলে বাসায়।
এই প্রেমিক মাতাল বলে
এক দেহে এক নল
তার ভিতরে দুই জল!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন