সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

এদেশের আদালতে ন্যায় বিচার সম্ভব নয়


একজন অপরাধীর নিযুক্ত আইনজীবীই প্রধান সাক্ষী অপরাধীর অপরাদের। কারণ অপরাধী নিজের মামলা সঠিক ভাবে পরিচালনার জন্য তার নিজের নিযুক্ত আইনজীবীর কাছে নিজের অপরাধ বা দোষ স্বীকার করেন বা স্বীকার করতে বাধ্য হোন। কিন্তু অপরাধীর নিযুক্ত আইনজীবী অপরাধীর সমস্ত অপরাধ জানা সত্বেও অপরাধীর পক্ষে মামলা চালিয়ে যান। কিন্তু কেন তা চালিয়ে যান বিরাট একটা প্রশ্ন?

তবে কি এটাও আইনের শিক্ষা? নাকী আইন বলে দেয় অপরাধীর অপরাধ জানা স্বত্বেও অপরাধীর পক্ষেই সাফাই গাইতে হবে অপরাধীর নিযুক্ত আইনজীবীকে? নাকী এটা আইন শিক্ষার অপব্যবহার? নাকী টাকার জন্য অপরাধীর আইনজীবী নিজের বিবেক ও শিক্ষাকে বিক্রি করে দেন অপরাধীর অপরাধের কাছে? নাকী বাধ্য হোন অপরাধীর অপরাধ জানা স্বত্বেও অপরাধীর পক্ষে সাফাই গাইতে?

মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭

বাহুতে বল বাড়াতে আমরা করি কতোইনা কৌশল



আমরাই তো দেশের প্রধান দুই রাজনৈতিক দল
বাহুতে বল বাড়াতে আমরা করি কতোইনা কৌশল।

সময় এলে যাদের মোরা করি গুরুদান
সময় গেলে তাদের আবার করি বদনাম।

দুর্নীতি নির্মূল অভিমত আহবান


ঘুষবিহীন যে সরকারি কোন চাকরি হয়না, এদেশের কোন গর্দভের ও তা অজানা নয়। যদিও এদেশে এখন গর্দভ আছে কিনা তা আমার জানা নেই। হয়তো বহু আগেই তা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু না ঘুষ এখনো বিলুপ্ত হয়নি। বরং কয়েকগুণ বেড়ে গেছে। ঘুষ দিয়ে সরকারি চাকরি নেওয়া কর্মকর্তা কর্মচারী কখনোই ঘুষ নেবেননা এমনটা কল্পনা করাটাও গর্দভের কাজ। ঘুষ দিয়ে চাকরি নেওয়াই সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ঘুষ নেওয়ার প্রবণতা সৃষ্টি করে। চাকরি দেওয়া নেওয়ার বেলা বড় বড় প্রাইভেট ফার্মগুলি যে ঘুষ মুক্ত তাও কিন্তু ভাবা গর্দভের কাজ।

সিটিং সার্ভিস নয়, বন্ধ করা উচিত ছিল সিটিং সার্ভিসের চিটিং সার্ভিস


ঢাকা শহরে সিটিং সার্ভিসের নামে চিটিং সার্ভিসে অতিরিক্ত অর্থ ব্যয় হলেও  সিটিং সার্ভিস বন্ধে ঢাকা বাসীর যা ভোগান্তি হচ্ছে তার অর্ধেক ভোগান্তি কয়েক দিন আগেও ছিলনা । এই ভোগান্তিতে ভোগছেন সবচেয়ে বেশী ছাত্রছাত্রী, নারী ও প্রতিবন্ধিরা। এখন প্রশ্ন ঢাকাবাসীর হাজার হাজার ভোগান্তির ভিড়ে এই নিত্য নতুন  ভোগান্তি সৃষ্টির জন্য দ্বায়ী কে বা কারা?

প্রেমিক মাতাল-কে সার্চবক্সে খোঁজে বেড়ায়


সুরঞ্জনা হয়তো তার প্রেমিক মাতালকে গুগল কিংবা ফেইসবুক সার্চবক্সে খোঁজে বেড়ায়। যদি সত্যিই খুঁজে বেড়ায় তবে নিশ্চই সে নিরাস হয়ে ফিরে যায়না। কারণ দুই জায়গাতেই প্রেমিক মাতালের শক্ত অবস্থান। আর এই অবস্থান অর্জন একমাত্র সুরঞ্জনার জন্য। যাতে সে তার প্রেমিক মাতালকে খুব সহজে খোঁজে নিতে পারে। জানি তার জন্য সুরঞ্জনা প্রেমিক মাতালকে ধন্যবাদ জানাবেনা।

প্রেমিক মাতাল সুরঞ্জনাকে নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়


প্রেমিক মাতাল সুরঞ্জনাকে নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। প্রেমিক মাতাল আর সুরঞ্জনার প্রণয় বিচ্ছেদে সরকার দলকে দ্বায়ী করছে বিরোধী দল। তাই আবেগে আপ্লুত হয়ে বিরোধী দল ৫জুন সুরঞ্জনার জন্মদিনে প্রণয় হরতালের ডাক দিয়েছে। এবং ঐ দিন সকল স্থরের প্রেমিক প্রেমিকাকে শান্তিপূর্ণ ভাবে হরতাল সফল করার আহবান জানানো হয়েছে। স্বপ্নটা দেখেছে আমার এক মেয়ে বন্ধু।

অনুকাব্য


হোকনা দিনটা আবার রাত
কতোই বা দূর নতুন প্রভাত?
হোকনা রাতটা আবার প্রভাত
কতোই বা দূর নতুন চাঁদ?

প্রতিটি ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা মানুষের কাজ


প্রতিটি ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা মানুষের কাজ। কোন কোন অমানুষের কাজ এটা নাও হতে পারে। অমানুষের দ্বারা মানুষ বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক। তাই অমানুষগুলিকে মানুষ হিসেবে গড়ে তুলা প্রতিটি মানুষের দ্বায়িত্ব। অমানুষ গুলিকে এড়িয়ে চলা হয়তো আপনাকে বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি দেবে। কিন্তু তাতে অমানুষেরা মানুষ হয়ে উঠবেনা। তাই অমানুষগুলিকে মানুষ হিসেবে গড়ে তুলা প্রতিটি মানুষের গুরুদায়িত্ব।

চ্যাটে মেয়ে বন্ধুটিকে বললাম - গল্প শুনবে?


চ্যাটে মেয়ে বন্ধুটিকে বললাম - গল্প শুনবে?


সে বললো - বলেন????
তারপর আমি শুরু করলাম গল্প বলা-
একটা মেয়ে ফেইসবুকে একজন ছেলের সাথে মন বিনিময় করতে লাগলো। মেয়েটি ছেলেটিকে পরীক্ষা করার জন্য অন্য নামের আরেকটা আইডি দিয়ে ছেলেটিকে পরীক্ষা করতে লাগলো।


পরে???
ছেলেটি মেয়েটির ফেইক আইডিতে মেয়েটির সাথেও প্রেম বিনিময় করতে লাগলো। মেয়েটি বুঝে গেল ছেলেটি নকল প্রেমিক।

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭

কোন সাহসে তৃণমূলের রাজনিতি করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি হওয়ার স্বপ্ন দেখেন?

pramik matal, suronjona, pramik matal, প্রেমিক মাতাল, সুরঞ্জনা,
যে দেশে সাবেক প্রেসিডেন্টের স্ত্রী বা সন্তান প্রধানমন্ত্রী হোন।
যে দেশে প্রেসিডেন্টের সন্তান তার আসনে এমপি হোন।
যে দেশে সাবেক মন্ত্রির স্ত্রী বা সন্তান এমপি বা মন্ত্রী হন।
যে দেশে রাজনৈতিক বকলম, খ্যাতিমান শিল্পপতি, বিখ্যাত কোম্পানির মালিক, অমুক তমুক ব্যবসায়ী এমপি হোন।
যে দেশে সাবেক মেয়রের সন্তান মেয়র হোন।
সে দেশে কোন সাহসে আপনারা আপনাদের সাধারন বাবার সন্তান হয়ে তৃণমূলের রাজনিতি করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি হওয়ার স্বপ্ন দেখেন?