আমরাই তো দেশের প্রধান দুই রাজনৈতিক দল
বাহুতে বল বাড়াতে আমরা করি কতোইনা কৌশল।
সময় এলে যাদের মোরা করি গুরুদান
সময় গেলে তাদের আবার করি বদনাম।
আজকে যারা রাজাকার আর দেশের শত্রুদল
পঁচানব্বইয়ে তারাই কিন্তু ছিল মোদের বাহুবল।
একাবিংশের শুরুর দিকে যারা ছিল আমাদের ঐক্যজোট
তারাই কিন্তু ছিল পঁচানব্বইয়ে আমাদের সরকার বিরোধী শত্রুজোট।
একদিন যারা ঘোর বিরোধী হয়ে বলেছিল নারীনেত্রীত্ব হারাম
তারাই কিন্তু আমাদের নেত্রীতে পেয়েছিল মন্ত্রীত্বের সম্মান।
কাল যিনি বলেছিলেন মূর্তি সরানো গণপ্রজাতন্ত্রী নয় ইসলামী প্রজাতন্ত্র
আজ তার প্রধান বলেছেন আমারো পছন্দ নয় এই মূর্তিস্থম্ভ।
আমরাই তো দেশের প্রধান দুই রাজনৈতিক দল
বাহুতে বল বাড়াতে আমরা করি কতোইনা কৌশল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন