রবিবার, ১৫ মার্চ, ২০১৫

প্রেম দহন

হৃদয় খুরে রক্তের স্রোত দ্বারা
চীর্ণ হৃদয় শীর্ণ দ্বারা
প্রবল প্লাবন, আঁখি শ্রাবণ
ক্লান্ত আমি প্রেম দহন.


শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫

সুরঞ্জনা

কূল ভাঙ্গা সর্বনাশা নদী
নীর ভাঙ্গা কাল বৈশাখী ঝড়
স্বপ্ন ভাঙ্গা স্বপ্নচারীনি তুমি
জীবন করেছো তপ্ত মরুচর।

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

অসম্পূর্ণ কাব্য

নির্জনে নির্ভাবনায় এসো তুমি নিপবনে
গুধুলি ফুরিয়ে এলে,বুকেতে জরিয়ে ধরে
ভালোবাসি ওগো বলবো তোমার কানে কানে।

জোনাকির নিবো নিবো আলোয়,
চাঁদের জন্মলগ্নে,আমাবর্শার কালে
ললাটে আলতো করে চুমু দেবো লজ্জা ভুলে।

নিশুতি রাতে,নিশুতি আবেগে অরন্যের বুকে
নির্ঘুম তুমি নির্ঘুম আমি নির্ঘুম প্রকৃতিতে

শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো

জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।
তাই জন্মদিন নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই।
আমার জন্মটাই যতা তথা, কর্মটাও তাই।
আমার জন্মটাই জন্মান্তরের পাপ।
আমার জন্মদিনে শুভ বলতে কিছু নাই।
তাই দুঃখিত শুভাকাংখীগণ আপনাদেরকে
ধন্যবাদ টুকু জানাতে পারলামনা বলে।

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৫

জন্মই আমার জন্মান্তরের পাপ

কুড়ে ঘরে জন্ম আমার
খড়ের চালায় শৈশব
বাবা কবেই ইতি হয়েছেন
মা-ই আমার সব।

বালক হয়ে বুঝলাম আমি
জীবন আমার নিতান্তই অভিশাপ
অর্ধ জীবন দিয়ে পারি বুঝেছি আমি পুরোপুরি
জন্মই আমার জন্মান্তরের পাপ।

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৫

উড়ু চিঠি


┳┈┳ ╭━╮ ┏━╮ ┏━╮ ┳┈┳
┣━┫ ┣━┫ ┣━╯ ┣━╯ ╰━┫
┻┈┻ ┻┈┻ ┻┈┈ ┻┈┈ ╰━╯
""""""""""VALENTINE''S DAY"""""""""""
::::::JUST ONLY SURONJONA::::::::
সুরঞ্জনা জানিরে জানি আজ আমাকে তোর একবিন্দু ও মনে পরছেনা।
যদিও মনে না পরাটাই শ্রেয় তোর জন্য।
আর আমার জন্য হাহাহাহাহা............।

শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫

সাইটম্যাপ


শনিবার, ৩১ জানুয়ারী, ২০১৫

কপাটখানা

স্মৃতি অভিমানে মনের কপাট আলতো করে খোলে দেয়নি আজ।
ভিশন অভিমানে হিংস্র হয়ে ধপাশ করে ভেঙ্গে দিল মনের মরিচিকা ধরা কপাটখানা।
মনের সেই কপাটখানা জোরা নেবেনা জানি আর মৃত্যু অবধি।
ভাঙ্গাই থেকে যাবে মনের জরাজীর্ণ গোপন ঘরের কপাটখানা।
কেউ খুলে ছিল তা বহুকাল আগে আলতো পরশে
আবার এটে দিয়েছিল বিষণ আঘাতে বিদায় বেলা।
আজ ভেঙ্গে দিল স্মৃতি তা চিরকালের জন্য চিরচেনা সেই কপাটখানা।

বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫

নিজেরাই উদ্যেক্তা হয়ে ভালো কিছু করতে পারেন

সচ্ছল পরিবারের মেয়েরা কিন্তু সখের বসে অথবা
পড়া শুনার যোগ্যতাটাকে কাজে লাগানোর জন্যই চাকুরি করেন।
পেটের দায়ে কিংবা পরিবারের সচ্চলতার জন্য নহে।

সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫

তোর আর আমার ধর্মের বেড়িবাঁধ

আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিসরে।
আমি ও যে চাই তুই রেগে থাক আমার উপর।
জানিরে জানি আমার কথা গুলি তোকে খুব কষ্ট দেয়।