শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

একটি সপ্নের মৃত্যু

শাওন তার বাবা মায়ের একমাত্র সন্তান।
তারা গ্রামে বসবাস করে। শাওনের বাবার গ্রামের বাজারে ছোট একটি মুদির দোকান আছে।
সেখান থেকেই চলে তাদের ছোট্ট সংসার। মা গৃহিনী। মায়ের সপ্ন ছেলে ডাক্তার হবে। মায়ের সাথে তাল মিলিয়ে শাওনের বাবার সপ্নও শাওন ডাক্তার হবে।

এই পাগলের প্রলাপ (পর্ব ২)

১#মণ মানুষ আর বন মানুষ দুটুই হিংস্র।
২#অতি নগন্য কে দিয়ে জগন্য কাজ হয়না।
    আবার অতি জগন্য কে দিয়ে নগন্য কাজ হয়না।
৩#যে পালাতে চায় তাকে পালাতে দাও।
    কারণ ভোগে নয় ত্যাগেই সুখ।
৪#কোন কোন সান্তনা হয় যন্তনা.........

পাগলের প্রলাপ

মানুষের পিচাস রুপ না দেখলে,
হিংস্র পশুর পশুত্য সম্পর্কে ধারনা করা যায় না।

নিজের মাঝে কোন সৎ গুন না থাকলে,
অন্য মানুষের সৎ গুণ সম্পর্কে ধারণা করা যায় না।

আমার জীবনে আর কোন শুভদিন আসবে না

জানিস সুরঞ্জনা তোকে আমি আজ
একবারও মনে করতে চাইনি?
কিন্তু তুই কেন আমার ইচ্ছার
বিরুদ্ধে আমার মনের করা নারিস?

শুক্রবার, ৭ নভেম্বর, ২০১৪

খয়ারি পাঞ্জাবী


শ্রাবন্তি মেয়েটা দেখতে অনেক মিষ্টি,
গায়ের রংটা শ্যামা বরণ।
তার হাসিটা মেঘে ডাকা চাদের মতো।
খুব চঞ্চলা মন, চঞ্চল তার চলন বলন।
সে তার বাবা মায়ের একমাত্র সন্তান।

ফেইস বুকে তার সাথে পরিচয় হয় নীড় এর।

বাংলাদেশি বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আয়

আজকের উপহার হিসেবে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি এড মিডিয়া (amaderad.com) সাইট। এটি মাত্র ৯-১১-২০১৩ তে শুরু হয়েছে। যাদের নিজস্ব ব্লগ / সাইট রয়েছে তারা খুব সহজেই তাদের সাইট এ বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আয় করতে পারবেন। তাছাড়া যারা নিজেদের পণ্য বা সেবার বিজ্ঞাপন দিতে চান, তারাও এই সাইট ব্যাবহার করতে পারেন। যেহেতু সাইটটি বাংলাদেশ ভিত্তিক, আমরা সহজেই আমাদের কাঙ্ক্ষিত গ্রাহক খুজে পাব।

মানুষ রুপি কোন এক অমানুষ

কতোটা খুদা-রত হলে মানুষ
কুকুরের খাবার কেরে নেয় জলাতঙ্কর ভয় ভুলে।
কতোটা তিষনা-রথ হলে মানুষ
প্রখর রোদেলা দুপুরে বৃষ্টির জন্য কান্না করে গ্রীষ্মের খরতা ভুলে।
হয়তো কুকুরটা তা জানে না?

ও নদী,নদীরে

ও নদী,নদীরে তুই কি জানিস,
তোর বুকে যতো জল নেই,
তার চেয়েও বেশি দুঃখ আমার এই বুকে?

ও নদী,নদীরে তুই কি জানিস,

বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

It’my real life story

সুরঞ্জনা তুমি যখন ঘুরে বেড়াতে যাও,বুড়িগঙ্গা নদীর শ্যামপুর ঘাঁটে
আথবা পুস্তগোলা ব্রিজের উপরে
আথবা ডিঙ্গি নৌকায় চড়ে বুড়িগঙ্গার ঐ পাড়ে,
তখন কি আমায় তোমার পাশে খুজে বেড়াও,
খুব জানতে ইচ্ছা করে?

বুধবার, ৫ নভেম্বর, ২০১৪

বাস্তবতাই আমাকে করেছে পরাজিত

খুব ইচ্ছে করে সৃতির শহরটা ঘুরে আসি।
যে শহর মনে করিয়ে দেয় আমিও একদিন সুখি ছিলাম
ছিল আমার সুখের কোন এক উৎস।
যে শহর মনে করিয়ে দেয় আমায় কেউ ভালবাসতো
আমার চেয়েও অনেক বেশি।