পাগলের প্রলাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাগলের প্রলাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১০ মে, ২০২০

আমি যে অমানুষের কবি


থেমে থাক অমানুষের কবি


ঐ পথশিশু তোদের চোখে কান্নার জল দেখে আমার পৌষাশিক আনন্দ জাগে
আমি যে অমানুষের কবি।
হে প্রিয়া তোমার চোখের জন আমার কাছে হেয়ালি লাগে
আমি যে অমানুষের কবি।

পথের শিশু দুইটা টাকা দেন যখন খুজে, আমার মাঝে তখনি পশুত্ব জাগে
আমি যে অমানুষের কবি।
কান দুইটা মলে দিয়ে কাজ করে খা বলে আমার হৃদয় মহামানবী সাজে
আমি যে অমানুষের কবি।

খাদ্য বস্ত শিক্ষা চিকিৎসার দাবীতে যখন গণমানুষ জাগে, আমার কাছে ওদেরকে বেকুবের দল লাগে
আমি যে অমানুষের কবি।
অধিকার চাই অধিকার চাই আর্থনাদ করা ওরা আমার মনে হয় যেন এই ফরলো ফাদে
আমি যে অমানুষের কবি।

মায়ের চিল্লান আর কতো কাল খাবি আমার ঘারের উপড় পরে, এ যেন মিষ্টি কাব্যের সুন্দর কথা মালা ঝরে
আমি যে অমানুষের কবি।
ভাবি দুইটা টাকা কামাই করে দিতে পারলে যেন মায়ের পরাণ যাবে ভরে
আমি যে অমানুষের কবি।

আমি অমানুষের কবি

থেমে থাক অমানুষের কবি


আমি অমানুষের কবি
মায়ের ডাকে ঘুম ভেঙ্গে দুপুর দুইটা বাজে শুনি।
আমি অমানুষের কবি
রাত জেগে ফুটপাথে ঘুমিয়ে থাকা অমানুষদের গুনি।

আমি অমানুষের কবি
মানুষের মাঝে অমানুষ খুঁজে তাদের নিয়ে নতুন কাব্য বুনি
আমি অমানুষের কবি
পশুর মাঝে মানুষের মহানগুণ মনুষ্যত্বই আমার কাব্য লেখার পুজি।

আমি অমানুষের কবি
অমানুষের নিয়ে লিখবোনা আর, পণ করেও লিখে ফেলে দুই কলম রোজই।
আমি অমানুষের কবি
গণমানুষের মানুষের কথা না ভেবে, অমানুষের কথা ভাবি।

আমি যে অমানুষের কবি......

শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

কতো দুপুর না খেয়ে কাটিয়েছি টাকার অভাবে...


কতো দুপুর না খেয়ে কাটিয়েছি টাকার অভাবে।সেই অভাবের মাঝেই কতো দুপুরে খুদার্থ অসহায় কিংবা পথশিশুদেরকে নিজের দুপুরের খাবার খাওয়ার টাকা বিলিয়ে দিয়েছি হাসি মুখে শুধুমাত্র #মানুষ_হওয়ার_বিশাল_আকাংখায়। পেয়ে কতো শত স্বর্গীয় হাসি উপহার। যা অনায়াসে স্বর্গের স্বাদ মিঠায়। 

হাহাহাহা আজ আমার টাকার অভাব নেই। খাবারের অভাব নেই।সব অভাব কেটে গেছে। অথচ আজ আমার অভাব পরেছে আমার মধ্যে থাকা সেদিনের আবেগ বিবেক ভালবাসার। না এখন আর আমার চোখ পথশিশুর দেখা পায়না। দেখেনা কোন খুদার্থ অসহায়ের। 

না আমি মানুষ হতে পারিনি অল্প কিছু কাগজের নোটের নেষায়। টাকার নেষা আমার মানুষ হওয়ার নেষাটাকে মেরে ফেলেছে।মেরে ফেলেছে আমার আবেগ বিবেক ভালবাসাকে।

এক সময় আমি বলতাম যার মাঝে আবেগ নেই, বিবেক নেই, ভালবাসা নেই সে মানুষ হতে পারেনা। অথচ আজ আমি মানুষ নই। টাকার নেষা আমাকে অমানুষ করে দিয়েছে। পৃথিবীতে টাকার নেষার চেয়ে খারাপ নেষা কি আর থাকতে পারে।

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

আপনার আদর্শেই গড়ে উঠুক আপনার সন্তান - প্রেমিক মাতাল

আপনার আদর্শেই গড়ে উঠুক আপনার সন্তান

নিজ নিজ পিতা মাতার আদর্শ নিয়ে যদি নতুন প্রজন্ম আদর্শ নাগরিক হয়, তবে চোরের সন্তান চোর হবে।দুর্নীতিবাজদের সন্তান দুর্নীতিবাজ হবে।সন্ত্রাসের সন্তান সন্ত্রাসী হবে।ধার্মিক লোকের সন্তান ধার্মিক হবে।নাস্তিকের সন্তান নাস্তিকবাদী হবে। সৎ লোকের সন্তান সৎ হবে।অর্থাৎ পিতা যেমন পুত্র কন্যা তেমন হবে। তাই প্রতিজন পিতামাতাকে এমন আদর্শিক জীবন যাপন করতে হবে যে, যে আদর্শের নাগরিক হিসেবে নিজের সন্তানদেরকে গড়তে চান।কারণ সন্তানের প্রথম এবং প্রধান আদর্শ তাদের আপন পিতা মাতা। যদিও শৈশব থেকে আমার পিতা নেই। তাই আমার, আমার পিতার আদর্শ সমন্ধে কোন ধারণা নেই। তাই আমি আমার পিতার আদর্শের আদর্শীক হওয়ার সম্ভাবনা আমার নেই। তাই আমি আমাকে সেই আদর্শেই গড়ে তুলার চেষ্টা করছি যেই আদর্শে আমি আমার সন্তানদের গড়ে তুলতে চাই। যদিও আমি এখনো অবিবাহিত। কিন্তু অসংখ্য শিশুর বাবা বাপ্পা হয়ে আছি এক যুগ ধরে।তাদের ভালবাসা আমাকে মানুষ করে তুলে তাদেরকে মানুষের মতো মানুষ গড়ার ইচ্ছা থেকে। যদিও ঐ শিশুদের জন্মদাতা বা পিতা আমি নই।

আপনার সন্তানকে যে ভাবে যে আদর্শে গড়ে তুলতে চান ঠিক ভাবে সেই আদর্শে নিজের জীবন পরিচালনা করুন। কারণ প্রতিটি পিতামাতার প্রথম অনুসারী বা ফ্লোয়ার  তাদের আপন সন্তানরা। আপনার আদর্শেই গড়ে উঠুক আপনার সন্তান। গড়ে তুলুন সুন্দর শান্তির ভুবন।

টাগ  সমুহঃ পিতার আদর্শ,আদর্শ বাবার গুণের কথা জেনে নিন,আমার পরিবার,আদর্শ সন্তান গঠনে মাতা-পিতার করণীয়,মোঃ মোস্তফা জামান,জাতির পিতার আদর্শ ধারণ ও চর্চার আহ্বান,জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা নিতে হবে,জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা নিতে হবে,একজন আদর্শ পিতার ১১টি উপদেশ,'জাতির পিতার আদর্শ বাস্তবায়নে সবাইকে এক হতে হবে,আমার পিতা, আমার আদর্শ,সুন্তানের আদর্শ,আমার অন্তর পুইরা কালাগো,তোমার বিহনে,মুফতি গিয়াস উদ্দিন আত,পিতা মাতার হক্ব,প্রবল শক্তি নিয়ে জেগে উঠলো ঘুমন্ত বি এনপি!! আর কোন ভুল নয়,প্রেমিক মাতাল,নুর ইসলাম রফিক,নূর ইসলাম রফিক,nur islam rafiq,pramik matal,premik matal,noor islam rafiq,প্রেমিক মাতাল,নুর ইসলাম রফিক এর বাংলা ব্লগ

সোমবার, ২২ জুলাই, ২০১৯

বেওয়ারিশ কুকুরের মতো সমাজ বা পাড়ার কুত্তা গুলিও নিয়ন্ত্রনে থাকতো


ভাদ্র মাসে যে ভাবে সাড়াশি দিয়ে শহরের বেওয়ারিশ কুকুর গুলিকে গলা টিপে হত্যা করা হয় ঠিক সে ভাবে যদিও সমাজের বা পাড়ার কুত্তা গুলিকে সাড়াশি দিয়ে হত্যা করা হতো তবে শহরের বেওয়ারিশ কুকুরের মতো সমাজ বা পাড়ার কুত্তা গুলিও নিয়ন্ত্রনে থাকতো। অবশ্যই তার আগে পাড়া বা সমাজের কুত্তাগুলিকে মানুষ হিসেবে নাগরিত্ব দেওয়া পরিচয়পত্র বাতিল করে কুত্তা হিসেবে পরিচয়পত্র দিতে হবে। নতুবা আবার মানুষ রুপি কুকুরদের পক্ষে মানবাদিকার সংগঠন গুলি দাঁড়িয়ে যাবে মানুষ রুপি কুকুরগুলির মানবাদিকারের দোহাই দিয়ে।