সোমবার, ৬ এপ্রিল, ২০১৫

আমি বাংরেজী ভাষার প্রণেতা হয়ে যেতে পারি

আমি মূর্খ হলেও কিন্তু বাংরেজী ভাষায় কথা বলা শিখে গেছি।

বাংরেজী কি বুঝেননি আপনারা?

বাংরেজী হচ্ছে বাংলা ইংরেজী মিলিয়ে কথা বলা।

দেখননা আপনার শিক্ষিতরা কি সুন্দর করে বাংরেজী ভাষায় কথা বলেন।

রেডিওর আর জে না কি যেন বলে,উনারাও কি সুন্দর বাংরেজী ভাষায় কথা বলেন।

একদিন কিন্তু ইতিহাসে আমি বাংরেজী ভাষার প্রণেতা হয়ে যেতে পারি।

আপনারা আমার জন্য দো'আ করবেন।


  1. একটি সপ্নের মৃত্যু
  2. কেউ এক জন আমায় খুব মিস করছে
  3. খয়ারি পাঞ্জাবী
  4. পাশান পুরের পাশাণি - New!
  1. এই পাগলের প্রলাপ
  2. "SURONJONA" I miss you all the time
  3. "SURONJONA" I miss you all the time.
  4. "প্রেমিক মাতাল"
  5. It’my real life story
  6. আনারি প্রেমিক
  7. আমাদের মৌলিক অধিকার
  8. আমার জীবনে আর কোন শুভদিন আসবে না
  9. আমারও একটা প্রেম কাহিনি আছে
  10. আমি কখনো সুখের পিছনে দৌড়াইনি
  11. আমি কোন যাত্রাপালার নটরাজ নই - New!
  12. আমি তাকেই হারিয়েছি / আমি তাকেই খুজে পেয়েছি
  13. আমি বাংরেজী ভাষার প্রণেতা হয়ে যেতে পারি
  14. উড়ু চিঠি
  15. এ শুধু সপ্ন
  16. এই পাগলের প্রলাপ (পর্ব ২)
  17. কেউ এক জন আমায় খুব মিস করছে
  18. কোথায় দৌড়াচ্ছেন?
  19. ঘৃণা হচ্ছিলো ঐ বন্দুর উপর
  20. জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো
  21. তার চেয়ে এই ভালো দূরে দূরে থাকা
  22. তোর আর আমার ধর্মের বেড়িবাঁধ
  23. তোর স্মৃত্বির মণি কোঠায়
  24. দেশ প্রেমের নাটক
  25. নিজেরাই উদ্যেক্তা হয়ে ভালো কিছু করতে পারেন
  26. নিন্দুকের কাজই তো নিন্দা করা - New!
  27. পাগলের প্রলাপ
  28. পাশান পুরের পাশাণি - New!
  29. প্রেমিক মাতাল সর্বদাই নিখুত ভালবাসার কাঙ্গাল - New!
  30. মহিউদ্দিন পারলে ক্ষমা করে দিস আমায়
  31. যা শুধু বিস্বাদময়
  32. শুধু নেই সেই কবিতা প্রেমিক মাতাল আর সুরঞ্জনা
  33. সুরঞ্জনা
  34. সুরঞ্জনা
  35. সুরঞ্জনা
  36. সুরঞ্জনা
  37. সুরঞ্জনা আজ আর আমার কাছে তুই আসিস না

কোন মন্তব্য নেই: