সোমবার, ১৫ জুন, ২০২০

অসহায় সুখ নিল তাই অসুখির ঘরে ঠাই

অসহায় সুখ নিল তাই সুখের ঘরে ঠাই

সুখের যে আজ হয়েছে মহা অসুখ
গবেষণা বলে এ জটিল ছোয়াছে রোগ
সুখ কাঙ্গালের দল তাই গেছে পালায়।

অসুখি কি আর পায় অসুখের ভয়
সুখকে যতনে অসুখ ছাড়াতেই হয়
অসুখি বুঝে অসুখ কতো জ্বালাময়।

অসুখির যতনে আজ সুখ জঠিল রোগ মুক্ত
ধন্যবাদ ছাড়া কি আর অসুখী থাকে পাপ্প
সুখ ছুটেছে আবার সুখ কাঙ্গালের দলের পিছু।

সুখ কাঙ্গালের দল দেয়না আর সুখকে ঠাই
জটিল ছোয়াছে রোগ ওরা বড্ড ভয় পায়
অসহায় সুখ নিল তাই অসুখির ঘরে ঠাই।

ফ্রিতে ধর্মের বাণী বিলাই

ফ্রিতে ধর্মের বাণী বিলাই

জানিনা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অ আ ইর পরে কি?
জানিনা পাচঁ কলিমা আর কি কি ইসলামের খুটি?
ভাবখানা মোর এমন যেন বিক্ষাত ইসলামিক পন্ডিত
নামাজ তো পড়তেই জানিনা, সুরা পাঠ যে বেঠিক।

পথে ঘাটে যেথায়ই থাকি, পাপ নাপাকে সব মানুষের তরে
কোরআন হাদিসের বর্ননায় দেই ফতুয়া একশো ভাগ সঠিক
আমি যেন খুব জান্তা বিশাল জ্ঞানী ইসলামিক পন্ডিত
মুফতি বেডা যাই বলুক মিয়া ভাই আমারটাই এক্কেবারে ঠিক।

হেই মিয়ারা ধর্ম শিইক্ষা ধর্ম দিয়া করে লাখ লাখ টাকা কামাই
আমি কিন্তু নিজের খাইয়া নিজের পইরা ফ্রিতে ধর্মের বাণী বিলাই।
আমি কিন্তু শিক্ষা বিহীন মুর্খ মানুষ ধন সম্পদও নাই
আমার আগে তাগো হিসাব দিয়া বেহেস্তে যাওয়া এতো সোজা নায়।

রবিবার, ১৪ জুন, ২০২০

ঐতিহ্যবাহী রাজধানী ঢাকার ইতিহাস - History of the traditional capital Dhaka

ঐতিহ্যবাহী রাজধানী ঢাকার ইতিহাস - History of the traditional capital Dhaka


ঢাকার ইতিহাস - উইকিপিডিয়াbn.wikipedia.org › wiki › ঢাকার_ইতিহাসঢাকা (ইংরেজি: Dhaka; ১৯৮২ সালের পূর্বে Dacca নামে লেখা হত) বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি শহর এবং বর্তমানে বাংলাদেশের রাজধানী। বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, খ্রিস্টিয় ৭ম শতক থেকে ঢাকায় লোক বসবাস শুরু করে।ঢাকার সন্নিকটে বিক্রমপুরে সেনদের রাজধানী ছিল।সম্প্রতি বিক্রমপুরের "বল্লাল বাড়ি" ...অনুপস্থিত: ঐতিহ্যবাহী ‎traditionalরাজধানী ঢাকার - উইকিপিডিয়াbn.wikipedia.org › wiki › ঢাকাঢাকা (ইংরেজি: Dhaka, পূর্বে Dacca ) দক্ষিণ এশিয়ার রাষ্ট্র বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর। ... ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। ... আবার অনেক ঐতিহাসিকের মতে, মোঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন; তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ শহরে 'ঢাক' বাজানোর ...অনুপস্থিত: ঐতিহ্যবাহী ‎traditionalHistory of Old Dhaka (Puran Dhaka) | Popular Book Lists ...www.rokomari.com › list › history-of-old-dhaka-২৬ মে, ২০১৯ - Dhaka is the capital and largest city of Bangladesh. It is also ... So, Dhaka is the witnessed of many histories, culture, and tradition of Bangladesh. ... If we read these books, we can know many historical, traditional and cultural background of old Dhaka. ... বিজন জনপদ থেকে রাজধানী ঢাকা ... ঢাকার ইতিহাস (১ম খণ্ড).ভিডিও3:15ঐতিহ্যবাহী রাজধানী ঢাকার ইতিহাস - History of the traditional ...প্রেমিক মাতাল PREMIK MATALYouTube - ১৯ মিনিট আগেপূর্বরূপ1:00রাজধানী ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরলেন প্রবাসী কন্ঠশিল্পী ...Channel 24 YoutubeYouTube - ২৩ এপ্রিল, ২০১৮পূর্বরূপ3:13Exploring the City - Secrets of Old Dhaka RevealedBpropertyYouTube - ১২ ফেব, ২০২০পূর্বরূপ10:37প্রায় এক হাজার বছর পুরনো সোনারগাঁয়ের পানাম নগরের ইতিহাস ও ঐতিহ্য | PANAM CITY | PANAM NAGARSOMOY TVYouTube - ২৪ জানু, ২০২০পূর্বরূপ3:28Dhaka History | Beauty | Pkg2 | September 2017Boishakhi Tv NewsYouTube - ৯ সেপ্টেম্বর, ২০১৭পূর্বরূপ6:56Ahsan Manzil-Historical Place of Bangladesh-Old Dhaka ...FLYING SEAGULLYouTube - ২৫ ফেব, ২০১৯পূর্বরূপ2:46Dhaka History | Beauty | Pkg1 | September 2017Boishakhi Tv NewsYouTube - ৯ সেপ্টেম্বর, ২০১৭ওয়েব ফলাফলগুলিঢাকা - বাংলাপিডিয়াbn.banglapedia.org › title=ঢাকা২৪ ডিসেম্বর, ২০১৪ - এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। ... ঢাকা (১৮০০ সাল পর্যন্ত) বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্ব মুগল-পূর্ব যুগে থাকলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মুগল যুগে। ... SM Taifuor, Glimpses of Old Dhaka, Dhaka 1952; AH Dani, Dacca- A Record of its Changing Fortunes, Dhaka, 1962; A Karim, Dacca: The Mughal Capital, Dhaka, ... ঐতিহ্যবাহী মুগল খাদ্য যেমন- পোলাও, বিরিয়ানি, বাকরখানি এবং বিভিন্ন প্রকারের মিষ্টান্ন এ এলাকার ...অনুপস্থিত: traditional ‎| এটি থাকতেই হবে: traditionalইতিহাস, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব আর ... - অর্ণব আর্কের খেরোখাতাaurnabarc.wordpress.com › page৩১ মে, ২০১১ - অতি সাম্প্রতিককালে বাংলার তথা আমাদের রাজধানী ঢাকার ইতিহাস নিয়ে যেসব প্রত্নতাত্ত্বিক তথ্যপ্রমাণভিত্তিক বাস্তবসম্মত গবেষণা করা হচ্ছে তাকে অনেকটা ... ১৬১০ সালে সুবাদার ইসলাম খাঁ বারো ভূঁইয়াদের পরাজিত করে ঢাকায় মোগল রাজধানী প্রতিষ্ঠা করার আগেই বর্তমান কেন্দ্রীয় কারাগার অঞ্চলে 'ঢাকা দুর্গ' নামে ... History. The earliest mention of Babylon is in a dated tablet of the reign of Sargon of Akkad (24th century BC ...164 Best Dhaka - Place images | Historical place ... - Pinterestwww.pinterest.com › ourdhakacity › dhaka-placeদোয়েল চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে কার্জন হলের সামনে অবস্থিত, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের একটি স্মারক ভাস্কর্য। The Armenian ... কাটরা নির্মাণ করেন। বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার, পুরানো ঢাকা এলাকার সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক ... Asiatic Society. Mia Haji Biriyani Traditional, Foods, Cooking, Food Food, Kitchen, Food Items ... তাঁতী বাজার পুরাতন ...ঢাকার আবাসন ইতিহাস - প্রাচীন আমল থেকে আজকের মেগাসিটিwww.bproperty.com › blog › ঢাকার-আবাসন-ইতিহ...৫ সেপ্টেম্বর, ২০১৯ - A Brief History of the Expansion of Dhaka City - Bproperty. ট্রেন্ডস ... ইসলাম খাঁ মুর্শিদাবাদ থেকে সরিয়ে ঢাকাকে বাংলা প্রদেশের রাজধানী নির্ধারন করেন এবং তখন থেকেই মূলত ঢাকার সম্প্রসারণের প্রথম ধাপ শুরু হয়। মোগল আমলে যখন বাংলার রাজধানী ... ঢাকার আবাসন ইতিহাস ঘাঁটলে জানা যায়, এই দূর্গ থেকেই পশ্চিম দিকে সরাই বেগমপুর আর উত্তর দিকে বাদশাহী-বাগ পর্যন্ত ঢাকা বিস্তৃত হয়ে পরে। যেহেতু তখন সম্পূর্ণ ...অনুপস্থিত: ঐতিহ্যবাহী ‎traditional ‎capitalBellagio Dhaka, House# 4C, Road# 71, Gulshan Avenue ...www.findglocal.com › Bangladesh › Dhaka › Restaurantsপ্রাচীন বাংলার রাজধানী ছিল এই সোনারগাঁও যা বাংলাদেশের অনেক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। ... Everything you should know about Dhaka Metro – From historical place to leisure - Discover Bangladeshi Destinations & hotel resort information ... Dhaka is the largest city and capital o. ... blog.hotelresortbd.com ইতিহাস-ঐতিহ্যSeptember 2, 2019 বেচারাম দেউড়ির জমিদারবাড়িতে মোঘল আমলের সব খাবা ...Panam Nagar, Sonargaon | DestiMap | Destinations On Mapwww.destimap.com › ...পৃষ্ঠাটি অনুবাদ করুনSonargaon Panam City Panam Nagar | Dhaka Bangladesh. Sonargaon ... Sonargaon was used as a mint capital beside Gauda in medieva

রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি

রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি
রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি
ঢাকা জেলারঐতিহ্য
 ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। কথিত আছে যে, সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ঐ এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিলো, তাই রাজা, মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে।      

আবার অনেক ঐতিহাসিকের মতে, মোঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন; তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ শহরে 'ঢাক' বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম ঢাকা হয়ে যায়। এখানে উল্লেখ্য যে, মোঘল সাম্রাজ্যের বেশ কিছু সময় ঢাকা সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিলো।     

ঢাকা নগরীকে বর্তমানে বর্তমানে দুইভাগে বিভক্ত করা হয়েছে - ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর। ঢাকা দক্ষিণই মূলতঃ মূল নগরী। ঢাকা উত্তর ঢাকার নবীন বর্ধিত উপশহরগুলো নিয়ে গঠিত।      

ধারণা করা হয় কালের পরিক্রমায় ঢাকা প্রথমে সমতট, পরে বঙ্গ ও গৌড় প্রভৃতি রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো। খ্রিস্টীয় ১৩শ শতাব্দীর শেষের দিকে মুসলমানেরা ঢাকা অধিকার করে। মোঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬ জুলাই ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করা হয়। সম্রাট জাহাঙ্গীর-এর নাম অনুসারে রাজধানীর নাম জাহাঙ্গীরনগর রাখা হয়। সম্রাট জাহাঙ্গীরের জীবিতকাল পর্যন্ত এ নাম বজায় ছিলো।     এর আগে সম্রাট আকবরের আমলে বাংলা-বিহার-উড়িষ্যার প্রাদেশিক রাজধানী ছিলো বিহারের রাজমহল। সুবা বাংলায় তখন চলছিলো মোঘলবিরোধী স্বাধীন বারো ভূইঁয়াদের রাজত্ব। বারো ভূইয়ার নিয়ন্ত্রণ থেকে বাংলাকে করতলগত করতে ১৫৭৬ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বারবার চেষ্টা চালানো হয়। এরপর সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ১৬০৮ খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতীকে রাজমহলের সুবেদার নিযুক্ত করেন। তিনি ১৬১০ খ্রিস্টাব্দে বাংলার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে রাজধানী রাজমহল থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তর করেন।    

সুবেদার ইসলাম খান চিশতী দায়িত্ব নেবার মাত্র পাঁচ বছরের মধ্যে বারো ভূইয়ার পতন ঘটে ও বর্তমান চট্টগ্রামের কিছু অংশ বাদে পুরো সুবে বাংলা মোগল সাম্রাজ্যের অধীনে আসে।    

১৬১০ খ্রিস্টাব্দে ঢাকা সুবা বাংলার রাজধানী হলেও সুবা বাংলার রাজধানী বারবার পরিবর্তন করা হয়েছে। ১৬৫০ খ্রিস্টাব্দে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজা'র পতনের পর ১৬৬০ খ্রিস্টাব্দে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন। এরপর বেশ কিছুকাল ঢাকা নির্বিঘ্নে রাজধানীর মর্যাদা ভোগ করার পর ১৭১৭ খ্রিস্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। এরপর ঢাকায় মোঘল শাসনামলে চলতো নায়েবে নাজিমদের শাসন। ব্রিটিশ শাসনের আগে পর্যন্ত এভাবেই চলছিলো। ব্রিটিশরা রাজধানী হিসেবে কলকাতাকে নির্বাচিত করলে ঢাকার গুরুত্ব আবারো কমতে থাকে। এরপর দীর্ঘকাল পর ১৯০৫ খ্রিস্টাব্দে ঢাকা আবার তার গুরুত্ব ফিরে পায়। বঙ্গভঙ্গের পর ১৯০৫ সালে ঢাকাকে আসামও বাংলার রাজধানী করা হয়। কংগ্রেসের বাধার মুখে ব্রিটিশ রাজ আবার ১৯১১ সালে রাজধানী কলকাতায় ফিরিয়ে নিয়ে যায়।

সূত্রঃ ঢাকা জেলা তথ্য বাতায়ন

পথের মাঝে হারিয়ে গেছে আমার ভালবাসা

পথের মাঝে  হারিয়ে গেছে  আমার ভালবাসা

আমি পথের মানুষ পথেই থাকি, পথেই ঘর বাড়ি
পথের মাঝে ফুটে আবার, পথের মাঝেই ঝরি।
পথের মাঝে স্বপ্ন আমার, পথেই মাঝেই আশা
পথের মাঝে হারিয়ে গেছে, আমার ভালবাসা।

আমি পথের মাঝে সুখ খুজে পাই, শত দুঃখ ভুলে
পথের মাঝে পথ ভুলে যাই, নতুন পথ খুজার ছলে।
পথের মাঝে সুখে হাসি আমি, পথের দুঃখে কাদি
পথের মাঝে আমার হারিয়ে যাওয়া, ভালবাসা খুজি।

আমি পথের মাঝে পিতা খুজি, পথের মাঝেই মাতা
পথের মাঝে বুনি আমি আমার, নতুন কাব্যকথা
পথের মাঝে আমি দূরে সরে যাই, পথেই ফিরে আসা
পথের মাঝে খুজে পাবো আমি, আমার ভালবাসা।

আমি পথের সাথে সখ্যতা গড়ে, জীবনের গ্লানি টানি
পথের মাঝে  আমাতে আমি, পথেই আমায় চিনি।
পথের মাঝে যুগ ধরে বাচি আমি, পথেই যাবো মরে
পথের মাঝে ভালবাসার আশায়, আছি বারোটি বছর ধরে।

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

গ্রাম ফ্রি থেকে কিভাবে কাজ করে আয় করবেন?

গ্রাম ফ্রি থেকে কিভাবে আয় করবেন?

গ্রাম ফ্রি থেকে কিভাবে কাজ করে আয় করবেন?

গ্রাম ফ্রি থেকে দৈনিক আয় করুন। গ্রাম ফ্রি থেকে আয় করুন দৈনিক নিশ্চিত 4.6 ডলার সম্পূর্ণ ফ্রিতে যোগদান কিন্তু অসংখ্য পেমেন্ট দিয়ে যাচ্ছে বর্তমানে আলোচিত সাইট হচ্ছে গ্রাম ফ্রি। আপনি ইউটিউবে সার্চ দিলেই দেখতে পাবেন অসংখ্য পেমেন্ট প্রুফ। আপনাকে দৈনিক গ্রাম আয় করতে হবে। কিভাবে আয় করতে হয় গ্রাম(১ গ্রাম= 1.81-2.10 ডলার)?

যারা গ্রাম ফ্রি তে কাজ করতে চান তারা নিচের রেফার্ড লিংকে গিয়ে সাইনআপ করে কমেন্ট করে কাজ না বুঝলে জানান...
রেফার্ড লিংক https://GramFree.world/?r=2520404

বিস্তারিত এখানে পাবেন: ১.প্রতিদিন 10 টি করে ভিডিও দেখতে হবে (প্রতি ভিডিও 60 সেকেন্ড করে) – পাবেন ১ গ্রাম( ২ ডলার)
2.স্মার্ট কন্ট্রাক্ট- ৫টি ক্লিক করতে হবে (10 সেকেন্ড) পাবেন( 0.5 গ্রাম= 1 ডলার)
৩.ফ্রি রোল- ১ ঘণ্টা পর পর ক্লিক করতে হবে।পাবেন প্রতি রোলে 0.10 গ্রাম( 0.20 ডলার) থেকে 1000 গ্রাম( 2000 ডলার পর্যন্ত)- আমি পেয়েছি 10 গ্রাম পযর্ন্ত
৪.লটারী( আমি কখনও করি না)কারন লসের সম্ভবনা থাকে
৫.ইউ্টিউব ভিডিও আপলোড (১-1.30 মিনিট এর ভিডিও ওেদের পেমেন্ট /কিভাবে কাজ করতে হয়)- পাবেন 5 গ্রাম (10 ডলার)
6.প্রতি লেবেন আপ হলে পাবেন ২ গ্রাম (৪ ডলার)
৭.রেফার (প্রতি রেফারে পাবেন 5 গ্রাম=10 ডলার, তারা প্রথম লেবেন ক্রস করলেই পাবেন)
রেফার ছাড়া নূন্যতম দৈনিক কত আয় করতে পারবেন? -4.6 ডলার (4.6*30=138*84=11592টাকা) মাত্র ১৫ মিনিট ব্যায় করে।

জয়েন লিঙ্ক: https://GramFree.world/?r=2520404
ইউটিউব লিঙ্ক: কিভাবে কাজ করতে হবে: https://www.youtube.com/watch?v=4Ms41qDPhcw

যেহেতু সম্পূর্ণ ফ্রি, কাজ করতে মাত্র ১৫ মিনিট প্রয়োজন হয়,এবং নিশ্চিত আয় হচ্ছে কমপক্ষে 4.6 ডলার দৈনিক,কাজেই যোগদান করতে পারেন।
ইউটিউবে সার্চ দিলেই প্রচুর পেমেন্ট প্রুফ পাবেন।
আজই যোগদান করুন।গ্রাম ফ্রি: Sine Up


টাগ সমূহঃফ্রি আর্নিং সাইট, গ্রাম ফ্রি আর্নিং সাইট, গ্রাম ফ্রি আর্নিং অ্যাপস, ফ্রি সাইট,গ্রাম ফ্রি অ্যাপস, গ্রাম ফ্রি সাইট লিংক,গ্রাম ফ্রি রিভিউ,গ্রাম ফ্রি কি, গ্রাম ফ্রিতে কিভাবে কাজ করতে হয়,gram free appps,gram free site link,গ্রাম ফ্রি সাইট লিংক,গ্রাম ফ্রি রেফার্ড লিংক,gram free refard ling, gram free erning site,gram free onlain earning apps ,সহজে অনলাইনে আয়ের সাইট, অনলাইন কি ভাবে কাজ করে আয় করা যায়, মোবাইল দিয়ে কিভাবে কাজ করে রুজি করা যায়,কি ভাবে অনলাইনে ডলার ইনকাম করা যায়

মঙ্গলবার, ৯ জুন, ২০২০

how to travel in bangladesh - কিভাবে বাংলাদেশে ভ্রমণ করবেন

how to travel in bangladesh - কিভাবে বাংলাদেশে ভ্রমণ করবেন


সার্চের ফলাফল ওয়েব ফলাফলগুলি Bangladesh Travel: 30 Things to Know Before you Go (2020 ...soultravelblog.com › ban... পৃষ্ঠাটি অনুবাদ করুন ২১ জানু, ২০২০ - If you can learn how the Bangla numbers look in advance you will be at an advantage! Bangladesh top travel tips. Finding peace and tranquility in ... ‎Bangladesh Travel: Know ... · ‎Bangladesh Travel Intro ... · ‎Travel in Bangladesh ... এছাড়াও লোকজন এগুলি জিজ্ঞাসা করে How can I go to Bangladesh? Is Bangladesh dangerous for tourists? Can I travel to Bangladesh now? Can I visit Bangladesh without visa? প্রতিক্রিয়া ওয়েব ফলাফলগুলি Bangladesh International Travel Informationtravel.state.gov › content পৃষ্ঠাটি অনুবাদ করুন ২৯ অক্টোবর, ২০১৮ - Although U.S. citizens are eligible to apply for a tourist visa on arrival, there is no guarantee they will receive one. Some U.S. citizens have been ... PASSPORT VALIDITY‎: ‎Six months beyond pla... Email‎: ‎DhakaACS@state.gov Visit Bangladesh: 5 Reasons You Should Visit Bangladesh ...koryogroup.com › blog পৃষ্ঠাটি অনুবাদ করুন ১৫ মার্চ, ২০১৯ - Nearer to the time of my travel to Bangladesh I looked into it much more. I couldn't really ... Here's why you should visit Bangladesh, and how! Bangladesh - Wikitravelwikitravel.org › Banglad... পৃষ্ঠাটি অনুবাদ করুন The most common way is the regular comfortable a/c buses from Kolkata to Dhaka via the ... Air travel in Bangladesh is very affordable and convenient. As with ... ‎Understand · ‎Get in · ‎Visas · ‎Get around Bangladesh travel guide - World Travel Guidewww.worldtravelguide.net › ... পৃষ্ঠাটি অনুবাদ করুন The south of Bangladesh is something else again; tropical beaches give way to forested hills that hide a host of Buddhist and animist tribes. Then there's Sylhet, in ... Bangladesh Travel: A Beginner's Guide - Uncornered Marketuncorneredmarket.com › ... পৃষ্ঠাটি অনুবাদ করুন ১০ জানু, ২০১২ - Travel advice on how to plan an itinerary Bangladesh. Includes a Sundarbans tour, Dhaka, Bagerhat Mosques, Paharpur, village homestay, ... The Ultimate Guide to Backpacking in Bangladesh - Lost With ...www.lostwithpurpose.com › ... পৃষ্ঠাটি অনুবাদ করুন How much it costs এ যান - Like, cheaper than traveling in India cheap. ... How much it costs to travel in Bangladesh depends on how you travel, but to ... 17 Essential Bangladesh Travel Tips ( All You Need To Know ...www.traveltomtom.net › ... পৃষ্ঠাটি অনুবাদ করুন How did I like my Bangladesh travel experience? Wow, wow, wow, wow! I am traveling around the world now for more than 6 years and have seen a ton of cities ... Experience Bangladesh - Bangladesh travel | Asia - Lonely ...www.lonelyplanet.com › bangladesh Lockdowns are easing globally as the planet adjusts to a new normal. Find out how COVID-19 is changing travel. Bangladesh travel advice - GOV.UKwww.gov.uk › bangladesh পৃষ্ঠাটি অনুবাদ করুন Latest travel advice for Bangladesh, including how to stay safe during the coronavirus (COVID-19) pandemic and information on returning to the UK. সার্চের ফলাফল ওয়েব ফলাফলগুলি বিনা খরচ বা কম খরচে কিভাবে ভ্রমণ করবেন? জেনে নিন সাতটি ...travelbd.xyz › বিনা-খরচ-বা-কম-খরচে-কিভাবে ১১ জানু, ২০১৯ - কিন্তু আপনার কাছে প্রচুর অর্থ না থাকলেও কিছু উপায়ে আপনি আপনার ভ্রমণ অনেক কম খরচে উপভোগ করতে পারেন, কম দামে ফ্লাইট বুকিং করতে পারেন, এমন একটি থাকার জায়গা খুঁজে বের করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে একদম কম খরচে ভ্রমণ করার কয়েকটি দারুণ উপায়। ... বাংলাদেশে বেশি ভাষা জানা মানুষের চাহিদা অনেক। কোথায় কীভাবে কম খরচে ও নিরাপদে ভ্রমণ করবেন - BBC News বাংলাwww.bbc.com › bengali › news-51166704 ১২ ফেব, ২০২০ - ঘুরতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু খরচের ভয়ে কিংবা নিরাপত্তা সংকটে ভুগে অনেকে বেড়াতে বের হতে পারেন না। অথচ একটু পরিকল্পনা করলে অল্প খরচে নিরাপদে একটি ভ্রমণ সেরে আসা যায়। কোথায় কীভাবে ভ্রমণ করবেন? ভ্রমণের আগে কী কী পরিকল্পনা করতে হবে এসব নিয়ে বিবিসির সাথে কথা বলেছেন কয়েকজন ... অনুপস্থিত: কিভাবে ‎বাংলাদেশে ব্যক্তিগত মোটরসাইকেলে কিভাবে বিদেশ ভ্রমণ করবেন - দেশি বাইকারbangla.deshibiker.com › আর্টিকেল ৩ জানু, ২০১৯ - Home · আর্টিকেল. ব্যক্তিগত মোটরসাইকেলে কিভাবে বিদেশ ভ্রমণ করবেন ... ইতোঃমধ্যে আমাদের দেশের অনেক মোটরসাইকেলিস্ট নিজ বাইকে ভ্রমণ করেছেন ভারত, নেপাল, ভূটান। অনেকের ... জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতিপত্র বাংলাদেশে অটোমোবাইল এসোসিয়েশনে গিয়ে দেখালে ওরা বিস্তারিত তথ্য দিয়ে আপনাকে সহায়তা করবে। কারনেট ইস্যু ... ভ্রমণ দেশে দেশে - Flight Expertwww.flightexpert.com › travel › বাংলা-ব্লগ › travel ৬ জানু, ২০২০ - ওমরাহ কিভাবে করবেন? উমরাহকারী জন্য একটি সম্পূর্ণ গাইড লাইন | উমরাহ এর নিয়মাবলী. আপনি কি পবিত্র উমরাহ্‌ পালনে আগ্রহী? মহান আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন বছরের যেকোন সময় ... যারা এর আগে বিভিন্ন ব্যাস্ততার কারণে খুব বেশী ভ্রমণ করতে পারেননি কিন্তু ইদানিং ট্যুর এ যাবার প্ল্যান করছেন তাঁদের জন্য অনেক কাজে আসবে, এমন একটি পোস্ট আজ লিখছি। ... বাংলাদেশের পুজা উদযাপনে জাকজমকের কোন কমতি থাকে না। ঘুরে আসুন আনন্দ নগরী কলকাতা | কোথায় যাবেন, কেমন খরচ ও অন্যান্য ...www.flightexpert.com › blog › visit-kolkata কলকাতা ভ্রমণ. দেশের বাইরে ভ্রমণ করতে গেলে সবার আগে যে বিষয়টি মাথায় রাখা দরকার সেটা হচ্ছে বৈধ পাসপোর্ট। ঝামেলা এড়াতে আগে থেকেই পাসপোর্ট করে রাখা ভাল। ... কিভাবে যাবেন কলকাতা. প্রতিবেশী দেশের শহর; ঢাকা থেকে দূরত্ব বলতে গেলে ৩০০ কিলোমিটারের কিছু বেশী। তাই বিভিন্নভাবেই যাওয়া যায়। যদি একটু আরামের সাথে ভ্রমণ করতে চান তাহলে বিমানে ... তাই সাধারন জনগণদেরকে সঠিক তথ্য দিন ভ‚ল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। ... বাংলাদে ... ভারতে ঘুরতে যেতে চাইলে যা করবেন - Jagonews24www.jagonews24.com › travel › article ১২ নভেম্বর, ২০১৮ - সময় পেলে অনেকেই ঘুরে আসতে পারেন ভারত থেকে। কিভাবে যাবেন? কোথায় যাবেন? কী দেখবেন? এসব চিন্তায় আর যাওয়া হয়ে ওঠে না। তাদের জন্যই এই লেখা-. বিজ্ঞাপন. পাসপোর্ট ... যেভাবে ভিসা করবেন ভারতীয় ভিসার জন্য অনলাইনে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও ছবি দিয়ে আবেদনপত্র পূরণ করুন। সঠিকভাবে পূরণ করার পর ফরমের পিডিএফ কপি ডাউনলোড করে প্রিন্ট করুন। এবার ফরমের ... কিন্তু আগে থেকেই যদি সবকিছু পরিকল্পনায় থাকে তবে আপ ... কী করে ভ্রমণ করবেন ? | সচলায়তনwww.sachalayatan.com › ... › তারেক অণু এর ব্লগ ২৭ অক্টোবর, ২০১২ - কাজেই দুনিয়া পরিবর্তনের আশাতে নয়, যুগের নায়ক হবার জন্যও নয়, কেবলই হয়ত নিজের উপভোগের জন্য কিভাবে ভ্রমণ করা যেতে পারে সেই নিয়ে একটুআধটু পাকনামি করি, চলুন ... হ্যাঁ, এই বিষয়ে জীবনের প্রথম যখন বাংলাদেশের বাহিরে গেছিলাম ( একা একা দিল্লী পর্যন্ত) তখন থেকেই আমার সাথী LONELY PLANET এর গাইড বই, সেটি একাধিক বার ... কেন ভ্রমণ করবেন? | ট্রিপ পেইন্টারtrippainter.com › why-you-should-travel ১৬ ডিসেম্বর, ২০১৯ - অনেকের কাছেই ভ্রমণ মানে একগাদা টাকা আর মূল্যবান সময় অপচয়। ... ভ্রমণ আপনাকে এমন কিছু স্পেশাল জিনিস উপহার দিবে যা আপনি অন্য কিছুতেই খুঁজে পাবেন না। ... নতুন জায়গায় ভ্রমণ করলে পথেঘাটে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকে। ... ইন্ডিয়ান ভিসা কিভাবে নিবেন? ভারতে ঘুরতে যেতে চাইলে কি করবেন? বাংলাদেশ ভ্রমণ গাইড Bangladesh Tour Guide - Google Play তে ...play.google.com › store › apps › details বাংলাদেশ ভ্রমন গাইড নিয়েই আজকে আমাদের এই অ্যাপটি।বাংলাদেশ ভ্রমণ করার সঠিক তথ্য আমাদের এই অ্যাপটিটে খুব সুন্দভাবে ছবিসহ যায়গার বিবরণ পেয়ে যাবেন। এছাড়া সবাই ভ্রমণ করতে খুব পছন্দ করেন।বাংলাদেশ ভ্রমনের গাইড আমাদের এর সর্বপ্রথম উদ্দেশ্য হলো আপনারদের কে সঠিক তথ্য প্রধান করা।ভ্রমণ করার জন্য সঠিক তথ্যের প্রয়োজন অনেক। সঠিক তথ্য ... বিদেশ-ভ্রমণের-অনুমতি-ও-অনুসরণীয়-আনুষঙ্গিক-বিষয়াদিwww.dip.gov.bd › site › page › বিদেশ-ভ্রমণের-অ... ৩০ মার্চ, ২০১৬ - Your browser does not currently recognize any of the video formats available. Click here to visit our frequently asked questions about HTML5 video. More videos on YouTube. Share. Include playlist. An error occurred while retrieving sharing information. Please try again later. Watch later. Share. Copy link ... অনুপস্থিত: কিভাবে ‎করবেন সার্চগুলি কিভাবে বাংলাদেশে ভ্রমণ করবেন-এর সাথে জড়িত ভ্রমণ উক্তি ভ্রমণ কাহিনী কারনেট কি বাংলা ভ্রমণ ব্লগ ভ্রমণ বাংলাদেশ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে কত টাকা লাগে বাইকে ভারত ভ্রমণ পৃষ্ঠা নেভিগেশন

মঙ্গলবার, ২ জুন, ২০২০

অশ্লীলতার সমতুল্য খারাপ কাজ মুখস্ত বিদ্যা

অশ্লীলতার সমতুল্য খারাপ কাজ মুখস্ত বিদ্যা

মুখুস্ত বিদ্যা আমাদের চিন্তা শক্তিকে অকেজ করে দেয়। মুখস্ত বিদ্যা আমাদের ভাবতে শেখাকে ভুলিয়ে দেয়। মুখস্ত বিদ্যা এতোটাই ভয়ানক যে এক সময় আমাদের চিন্তা শক্তি ও ভাবনা শক্তিকে গলা চেপে মেরে ফেলে। আমরা হয়ে যাই তখন গতানুগতিক গতির যান। ঠিক এরকম ঢাকা টু সিলেট / সিলেট টু ঢাকা অথবা ঢাকা টু চট্টগ্রাম / চট্টগ্রাম টু ঢাকা।

এবার বুঝোন মুখস্ত বিদ্যা কতোটা খারাপ।আমাদের একজন শিক্ষক, জনপ্রিয় লেখক, শিক্ষাবিদ মুখস্ত বিদ্যাকে অশ্লীলতার সাথে তুলনা করেছিলেন। কেন করছিলেন নিশ্চয়ই আমাদের বুঝতে সমস্যা হবার কথা নয়।উনি বুঝাতে চেয়েছেন অশ্লীলতা যতোটা খারাপ মুখস্ত বিদ্যা ঠিক ততোটাই খারাপ।

মুখস্ত বিদ্যা দিয়ে নিশ্চয়ই ভালো সার্টিফিকেট অর্জন করা যায় কিন্তু মেধাবী বা বুদ্ধিমান হওয়া যায়না। মুখস্ত বিদ্যা আমাদের অজান্তেই খুব গুপনে আমাদের মেধা ও বুদ্ধিমত্তাকে ধংষ করে দেয়। হয়তো এক সময় আমরা এই মুখস্ত বিদ্যায় অনেক ভালো ভালো সার্টিফিকেটদারী হই। যেই সার্টিফিকেট আমাদেরকে একটা ভাল চাকরী দিতে পারে। কিন্তু সেই সার্টিফিকেট আমাদেরকে উদ্যেগতা বা উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে পারেনা। কারণ আমাদের মুখস্ত বিদ্যা অতিতেই আমাদের চিন্তা শক্তি ভাবনা শক্তিকে গলা চেপে মেরে ফেলেছে। চিন্তা শক্তি ভাবনা শক্তি ছাড়া কোন দিন উদ্যেগতা বা উদ্ভাবক হওয়া সম্ভব নয়।

আমরা মুখস্ত বিদ্যায় ভালো সার্টিফিকেট অর্জন করে হয়ে পড়ি চাকরী নির্ভর। আমাদের দেশে কর্মসংস্থানের বড়ই অভাব। তাই চাকরী আমাদের দেশে সোনার হরিণ নামেই পরিচিত। সোনার হরিণ পাওয়া তো আর এতো সোজা নয়। সরকারী চাকরী নামের সোনার হরিণ ধরতে আমাদেরকে গুনতে হয় লক্ষ লক্ষ টাকা। কেন গুনতে হয় তা নিশ্চয়ই আমাদের কারো অজানা নয়। কারন ঘুষবিহীন সরকারী চাকরী পাওয়ার নজীর আমাদের দেশে নেই বললেই চলে।

আর প্রাইভেট ফার্মের চাকুরী নামের সোনার হরিণ ধরতে লাগে বাবা মামা চাচা ইত্যাদি।যাদের বাবা মামা চাচা ইত্যাদি নেই তাদের চাকরীও নেই প্রাইভেট ফার্ম গুলিতে।যদিও এখন নাকী প্রাইভেট ফার্ম গুলিতেও সরকারী চাকরীর মতো ঘুষের প্রচলন শুরু হয়ে গেছে।

আমরা যারা মুখস্ত বিদ্যায় শিক্ষিত হয়ে ভালো ভালো সার্টিফিকেট অর্জন করেছি বা করবো তারা কি চাকরী নামের সোনারা হরিণ ধরতে পারছি বা পারবো। অনেকেই বলবেন জানী হ্যা পেরেছি বা পারবো। তারা কারা যানেন? তারা হলেন সেই ব্যক্তিগণ যারা টাকার জোরে সরকারী আর বাবা মামা চাচার জোরে বেসরকারী চাকরী পেয়ে গিয়েছেন বা পাবেন। কিন্তু আমাদের মতো হত দরিদ্র অথবা বাবা চাচা মামা বিহীন অথবা ঘুষ দিয়ে চাকরী নিতে অনুচ্ছুকগণ কি চাকরী নামের সোনার হরিণ ধরতে পেরেছি বা পারবো। নিশ্চয়ই পারার কথা নয়। তখন আমরা হয়ে যাবো দেশের বোজা সমাজের বোজা পরিবারের বোজা। মূল্যহীন হয়ে যাবে আমাদের দীর্ঘ সময় আর পরিশ্রমের অর্জন শিক্ষা। মূল্যহীন হয়ে যাবে আমাদের সার্টিফিকেট। যা ইতি মধ্যে হয়ে গিয়েছেও বটে অনেকের জীবনে।

যেহেতু আমরা মুখস্ত বিদ্যায় শিক্ষিত সেহেতু আমাদের চিন্তা শক্তি ভাবনা শক্তি মৃত। তাই আমরা আর পারছিনা নিজের ইচ্ছেতে কিছু করতে। কারন চিন্তা শক্তি ভাবনা শক্তি বিহীন মানুষের ইচ্ছা শক্তিও থাকেনা।

আমরা যারা তরুন যুবক কিশোর বা শিশু আমাদের এখনো সময় আছে মুখস্ত বিদ্যা থেকে বেড়িয়ে আসার। এখনো সময় আছে আমাদের অশ্লীলতার সমতুল্য খারাপ মুখস্ত বিদ্যাকে ত্যাগ করার। এখনো সময় আছে আমাদের হাতে আমাদের চিন্তা শক্তি ভাবনা শক্তিকে বাচিয়ে রাখার। এখনো সময় আছে আমাদের শুধু চাকরী নির্ভর শিক্ষায় শিক্ষিত না হয়ে, মেধা ও বুদ্ধিমত্তাকে জাগ্রত করে নিজেদের ইচ্ছা শক্তিকে জন্ম দেওয়ার।

আসুন আমরা সবাই মুখস্ত বিদ্যা থেকে বের হয়ে এসে চিন্তা, ভাবনা, মেধা ও মুদ্ধুমত্তাকে কাজে লাগাই। চাকরী নির্ভর শিক্ষিত না হয়ে স্ব-শিক্ষিত হই চিন্তা, ভাবনা, মেধা ও মুদ্ধুমত্তার জোরে। যে শিক্ষা আমাদেরকে উদ্যেগতা বা উদ্ভাবক হতে শিখাবে। আমাদের অন্তরে সাহস জোগাবে। যেই উদ্যেগক বা উদ্ভাবনা আর সাহসিকতায় গড়ে তুলতে পারবো হাজার হাজার বেকারের কর্মক্ষেত্র। হ্রুদ করতে পারবো বেকারত্বের হার। দেশে সমাজ আর পরিবারের বোজা না হয়ে হবো দেশ সমাজ আর পরিবারের গর্বিত সন্তান। সবার জন্য অনেক অনেক শুভ কামনা।

সোমবার, ১৮ মে, ২০২০

সমাজের বিধি বিধান নামক অপসংস্কৃতি কবে ধ্বংস হবে? কবে হবে সমাজ কলঙ্গক মুক্ত?

সমাজের বিধি বিধান নামক অপসংস্কৃতি কবে ধ্বংস হবে?কবে হবে সমাজ কলঙ্গক মুক্ত?

তবে কি করোনা নামক ভয়ানক অনুজীব এই অসভ্য সমাজনীতিকে সভ্য সমাজে পরিনত করতে ব্যর্থ? নাকী সমাজের প্রতি করোনার কোন দ্বায়বদ্ধতা নেই বলে করোনা সমাজের অসভ্য বিধিবিধানকে পাত্তাই দিচ্ছে না? তবে কি করোনা নয়, মানুষের গড়া অসভ্য সমাজনীতিকে মানুষই সভ্য সমাজে পরিনত বা পুনঃগঠন করে তুলতে হবে?

করোনা না হয় সমাজের প্রতি তার দ্বায়বদ্ধতা নেই বলে অসভ্য সমাজনীতির পরিবর্তনের দ্বায় এড়িয়ে গেল। সমাজ বিজ্ঞানীরা কিসের দোহাই দিয়ে এই দ্বায় এড়িয়ে যাবেন। অসভ্য সমাজনীতির সামাজীক জীব হিসেবে যেমন সমাজ বিজ্ঞানীদের দ্বায় আছে। দ্বায় তেমন একজন সমাজ বিজ্ঞানী হিসেবে তার উপর উক্ত দায় বর্তায়। নাকী সমাজ বিজ্ঞানীরাই এই অসভ্য সমাজনীতির সমাজের শিক্ষা নিয়ে বিজ্ঞানমনস্ক না হয়ে, সমাজিক কুসংস্কার কিংবা সামাজিক সংস্কৃতি নামের অপসংস্কৃতির শিক্ষায় নিজেরাই নিজেদের সমাজে পরিচিত?

দুঃখিত আমি লিখবোনা বলে পণ করেছি। অথচ মনের ভুলে প্রায় সময় লিখে ফেলে। আশা করি ক্ষমা করবেন আমার উক্ত লেখাটি লেখার জন্য। আবার দুঃখিত ইচ্ছে পুর্বক লেখাটি পুর্নাঙ্গ করিনি বলে। থাকনা লেখাটা অসমাপ্ত। পুর্নাঙ্গ বা সমাপ্ত করলে এই লেখা কিবা উপকার দেবে এই অসভ্য সমাজনীতির পরিবর্তনে। লিখবেন তো তারা যারা সমাজে বড়, রাষ্টে বড় মানুষের পরিচয় নিয়ে গর্ব করে নিজের অবস্থান শক্তপোক্ত করে ধরে রেখেছেন। আমার মতো একজন সুইপারের সন্তানের লিখনিতে অসভ্য সমাজনীতি বা অপসংস্কৃতির সমাজের কোন পরিবর্তন হবে। না আর লিখবোনা এই কানে ধরলাম।

যদিও পিশাচ ঘরের সব সন্তান পিশাচ হয় না

যদিও পিশাচ ঘরের সব সন্তান পিশাচ হয় না

নিজের বোনকে যখন তার স্বামী মেরে পিটিয়ে তাড়িয়ে ভাইয়ের বাড়ি পাটিয়ে দেয় তখন পিচাশের বাচ্চারা বোনের স্বামীকে জানোয়ারের বাচ্চা বলে গালি দেয়। কিন্তু পিশাসের বাচ্চারা যখন নিজের বউকে পিটায় তখন নিজের প্রকাশ্য জানোয়ার রুপটা দেখেনা। ভাবেনা তার বউ অন্য কারো বোন। ভাবেনা তার বোনের জানোয়ারের বাচ্চা স্বামী যে ভাবে তার বোনকে পিটিয়েছে ঠিক সেভাবে সেও কোন ভাইর বোনের জানোয়ারের বাচ্চা স্বামী হয়ে আপন বউকে পিটাচ্ছে। কেন ভাবেনা জানেন? কারন সে শুধু জানোয়ারের বাচ্চা নয়, একটা পিশাচ। সেই পিশাচের ঘরের সন্তানদের বাবা নামক পিশাচের প্রতি ভালবাসা তো দূরের কথা সামান্য সম্মানবোধ ও থাকেনা। এবং কি বাবা হিসেবে পরিচয় দিতেও লজ্জা পায়। বাবা বলে ডাকতে ঘৃনা করে। যদিও পিশাচের ঘরের সব সন্তানরা পিচাশ হয়না। পিশাচের মতোও হয়।