বুধবার, ৩ জুলাই, ২০১৯

মায়ের মুখে হাতিমতাই গালি খাওয়া সু-ভাগ্যবান সন্তান তেমনটা জন্মায়না

পুরাতন ছেড়া জুতা আর পুরাতন জামা কাপড় পরে চলাফেরা করি বলে ভাববেন না আমি ফকিন্নি কিংবা কিপ্টুস।

মনে রাখবেন আমি শিক্ষিত নই, সু-শিক্ষিত নই, জীবন থেকে শিক্ষা নিয়ে স্ব-শিক্ষা অর্জনে ব্যস্ত।

যে শিক্ষা অহংকার সৃষ্টি করেনা বরং ধংস করে, যে শিক্ষা পোশাক আশাকে নয় বরং আচরণে প্রকাশ পায়, যে শিক্ষা অসত পথে টাকা আয়ের নেষা নয় বরং সৎ পথে ব্যয়ের শিক্ষা দেয় আমি সেই শিক্ষাই নিচ্ছি আমার জীবন থেকে।

মনে রাখবেন মায়ের মুখে হাতিমতাই গালি খাবার মতো সু-ভাগ্যবান সন্তান তেমন একটা জন্মায়না। আমি সেই সু-ভাগ্য নিয়ে জন্মেছি।

সোমবার, ১ জুলাই, ২০১৯

#কেন বিধবার হার এতো বেশি..


বাবার কষ্টের জমানো টাকা ছেলের ভবিষ্যতের জন্য নয়, মেয়েকে বিয়ে দেওয়ার জন্যই হয় অধিকাংশ। আর ছেলে তো পুরুষ মানুষ। সে তার ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে পারবে।

তাই তো সমাজে বিবাহ উপযুক্ত ছেলের সংখ্যা নেহায়েত কম বিবাহ উপযুক্ত মেয়েদের তুলনায়।

ছেলেদের বিয়ের প্রধান যোগ্যতা চাকরি ব্যবসা বা আয়। যা মেয়েদের বেলা নিঃপ্রয়োজন।

তাইতো ছেলেদের বিয়ে করতে করতে অনেক বয়স হয়ে যায়। যেই বয়সে মেয়েরা সাধারণত অবিবাহিত থাকেনা। তাই ছেলেরা বিয়ে করতে হয় তাদের থেকে অনেক কম বয়সী মেয়েকে। যেহেতু সাধারণত যার যতো বেশি বয়স তার ততো আগে মৃত্যু ঘটে। এই ধারাবাহিকতায় স্বামীর মৃত্যু স্ত্রীর মৃত্যুর অনেক আগেই ঘটে থাকে। আর এর ফলে এ দেশে বিধবার হার এতো বেশি।

হয়তো অনেকেই ভাবেন গড় আয়ু পুরুষের তুলনায় নারীর বেশি। কিন্তু না এমন কোন রিপোর্ট এদেশে আজ পর্যন্ত হয়নি।

বিঃদ্রঃ- এটা সামান্য মাত্র বিশ্লেষণ। ফেইসবুক এ এর চেয়ে বেশি বিশ্লেষণের উপযুক্ত প্লাটফর্ম বলে আমি মনে করিনা।
>>>>>>>>>অপ্রিয় সত্য

মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

তুমি অমূল্য কবিতা

কবিতা তুমি সস্তা কলমের কয়েক ফোটা কালিতে
সস্তা দামের সাদা কাগজে অপেশাদার পদবিহীন কবির সৃষ্টি।
তাই বলে তুমি সস্তা নও কবিতা তোমার সৃষ্টিকর্তার কাছে।
তাই বলে যে তুমি খুব দামি তোমার সৃষ্টিকর্তার কাছে, তাও নও কবিতা।
তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে এক অমূল্য সম্পদ।
তোমার সৃষ্টিকর্তা অপেশাদার পদবিহীন কবি বলে।
তোমার সৃষ্টিকর্তা যদি পেশাদার পদওয়ালা কবি হতো
তবে তোমায় কবেই বেচে দিত কোন একটা মূল্য আদায় করে।
তুমি গর্বিত কবিতা কোন এক অপেশাদার পদবিহীন কবির সৃষ্টি বলে।
সে সৃষ্টি বিক্রি করে আহার কিংবা বিলাসীতা করেনা বলে।
তুমি অমূল্য কবিতা কোন অপেশাদার পদবিহীন কবির সৃষ্টি বলে।

কলঙ্কিনী তুমি রাঁধে আমি কৃষ্ণ কালা


পূর্ণিমার চাঁদের মতো কলঙ্কিনী তুমি রাঁধে আমি কৃষ্ণ কালা
তোমার আমার মিলন হলে রাঁধে মিটতো মনের জ্বালা
ও রাঁধে একলা কি আর কাটতো আমার এমনি এ বেলা...

রাঁধে গো  আকাশ কালো হলে পরে বৃষ্টি অঝর ঝড়ে
কালো মেঘ না জমিলে, বৃষ্টি কি আর ঝড়ে?
বলো রাঁধে বৃষ্টি কি আর ঝড়ে

আমি কালো বলে যদি করতে না আর হেলা
ও রাঁধে একলা কি আর কাটতো আমার এমনি এ বেলা...

বাঁধে গো লাল গোলাপ সাদা গোলাপ পেতে পারো সব বাগিচায় ধরে
কালো গোলাপ পাবে কি আর সেতো সব বাগিচায় নাহি  ধরে?
বলো রাঁধে সব বাগিচায় কি আর ধরে?

আমি কালো বলে যদি হতনা তোমার মনো জ্বালা
ও রাঁধে একলা কি আর কাটতো আমার এমনি এ বেলা...

সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

আমার বাপে ভাষা সৈনিক, চাচা মুক্তি যোদ্ধারে ভাই


আমার বাপে ভাষা সৈনিক, চাচা মুক্তি যোদ্ধারে ভাই
ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বরে কত শত কদর পাই।
গলা বরে ফুলের মালায়, কতো ফুল যে হায়রে হায়র
ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বরে আমার গর্বে বুকটা ফাইট্টা যায়।

আমার বাপে ভাষা সৈনিক, আমার গর্ব আর বড়াই
আমার পুলারে কিন্তু আমি ইংলিশ মিডিয়ামেই পড়াই।
অহন কউ দেহি ভাই, কউ দেহি  আমার কি আর দোষ থাকে হায়
পুলায় যদি ইংরেজিতে ইংল্যান্ডেরই স্কলারশীপ পায়।

আমার চাচা মুক্তি যোদ্ধা তাই সরকারী ভাতা পায়
ভাতার টেকায় কোন রকম বুড়া বুড়ি চইল্লা যায়।
পুলায় তাহার বউ নিয়া আলগা ঘরে, আলগা খায়
সরকারী একটা চাকুরি পাইছে মুক্তিযোদ্ধা কোটায়।

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংকৃতি প্রকৃতি

শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

লালবাগ কেল্লার উপর নির্মিত প্রামাণ্যচিত্র

বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

কিশোরগঞ্জের দর্শনীয় স্থানের ভিডিও দেখুন

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

পর্যটন শিল্প গড়ার অপার সম্ভাবনাময় কিশোরগঞ্জ জেলা

বাংলাদেশের ঢাকা বিভাগের ইতিহাস ঐতিহ্যের সুপ্রাচীন একটি জেলা কিশোরগঞ্জ। হাওর-বাওর ও সমতলভূমির বৈচির্ত্যময় ভূ-প্রকৃতির একটি বিস্তীর্ন জনপদ এই কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জে জেলার ভৌগোলিক আয়তন প্রায় ২,৬৮৮ বর্গ কিলোমিটার। ২,৬৮৮ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় রয়েছে ১৩টি উপজেলা, ১৯টি থানা, আটটি পৌরসভা ও ১০৮ টি ইউনিয়ন পরিষদ। এই জেলার উত্তরে  নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা। দক্ষিণে নরসিংদী ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা। পূর্বে সুনামগঞ্জ  ও হবিগঞ্জ জেলা। পশ্চিমে  ময়মনসিংহ ও গাজীপুর জেলা।