আমার বাপে ভাষা সৈনিক, চাচা মুক্তি যোদ্ধারে ভাই
ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বরে কত শত কদর পাই।
গলা বরে ফুলের মালায়, কতো ফুল যে হায়রে হায়র
ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বরে আমার গর্বে বুকটা ফাইট্টা যায়।
আমার বাপে ভাষা সৈনিক, আমার গর্ব আর বড়াই
আমার পুলারে কিন্তু আমি ইংলিশ মিডিয়ামেই পড়াই।
অহন কউ দেহি ভাই, কউ দেহি আমার কি আর দোষ থাকে হায়
পুলায় যদি ইংরেজিতে ইংল্যান্ডেরই স্কলারশীপ পায়।
আমার চাচা মুক্তি যোদ্ধা তাই সরকারী ভাতা পায়
ভাতার টেকায় কোন রকম বুড়া বুড়ি চইল্লা যায়।
পুলায় তাহার বউ নিয়া আলগা ঘরে, আলগা খায়
সরকারী একটা চাকুরি পাইছে মুক্তিযোদ্ধা কোটায়।