মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪

যদি বলি আমার শৈশব ফেরত দাও

কেন এই ইট পাথরের প্রাচীরে আঠকে রেখে ছিলে আমার শৈশব?
কেন বই খাতা আর কলমের মাঝে বেধে রেখেছিলে আমার শৈশব?
কেন আজ আমি তোমাদের মতো শৈশবের সৃতি বলতে পাড়ি না
আমার এই নতুন  প্রজন্মের মাঝে?
আজ কেন আমি শৈশবহীন?
ভাবলেই খুব কান্না পায়, খুব কাদতে ইচ্ছে করে।

যদি বলি তোমরা আমার শৈশব ফেরত দাও?
কি করবে তখন তোমরা?
প্রশ্ন রইলো প্রতি বাবা মায়ের বিবেকের কাছে?

আমাদের মৌলিক অধিকার

যে সকল অধিকার মানুষের জন্মগত অর্থাৎ মানুষ জন্মের পর যে সব অধিকার পাবে তাকে বলে মৌলিক অধিকার। আমাদের প্রধান মৌলিক অধিকারের ৫টির। ১) খাদ্য ২) বস্ত্র ৩) বাসস্থান ৪) শিক্ষা ও ৫) চিকিৎসা কিন্তু আমরা কতোটুকু পাচ্ছি আমাদের মৌলিক অধিকার?

সোমবার, ৩ নভেম্বর, ২০১৪

জন্মই আমার অজন্ম পাপ

জন্মই আমার অজন্ম পাপ
মাথার উপর একটাই চাপ
চাই দু-বেলা দু-মুটো ভাত.........

হয়তো সেই জনমে অভিশপ্ত ছিল জীবন

আমি একজন আবেগী মানুষ।
আমি খুব সহজেই আবেগে বিমোহিত হয়ে পারি।
আমি অনেক সপ্ন দেখি,
কিন্তু বাস্তবতা আমার সপ্নকে পথভ্রষ্ট করে দেয়।
আমি আবার হই সপ্নহীন,
হয়ে যাই হৃদয়হীন, বিবেকহীন মানুষ।

রবিবার, ২ নভেম্বর, ২০১৪

আপনার লাগিয়া যে আপনারেই করে পর

আপনার লাগিয়া যে আপনারেই করে পর
তাহারে কি বলিবে তুমি স্বার্থপর?
যাহারে ভাবিয়া হৃদয় হয় শান্ত

আহারে অভাগার জীবন

আমি কি করে শুনাই সকলে বিজয় বাণী
আমার যে জীবন যুদ্ধে পরাজিত আমি
আমি কি করে মুচি সকলের চোখের পানি

আখি জুড়িয়া শ্রাবন আসিলো

আখি জুড়িয়া শ্রাবন আসিলো
না আসিলো ফাগুন,
বিষ মাখা তীর গাঁথিলে হিয়াতে
হইলো রক্তের প্লাবন।

মৃত্যুই আমার একমাত্র প্রয়োজন

প্রথম যেদিন তুমি তোমার বুকে জরিয়ে ধরে আমায় বলেছিলে
ডুব দাও তুমি স্নান করে এসো
আমি তখন ডুব দিয়ে ছিলাম, স্নান করেছিলাম
তোমার অন্তর সাগরে।

শনিবার, ১ নভেম্বর, ২০১৪

কবিতা লেখার প্রহর শেষ

একলা ঘরে একলা আমি
বাম হাতে জলন্ত সিগারেট
ডান হাতে কলম।
হয়ে গেছে কাক ডাকা ভোর
নিরব শহর হচ্ছে চঞ্চল

প্রেমিক মাতাল কান্দে

নিষি জাগে চান্দেরে বন্ধু
নিষি জাগে চান্দে
নিষি জাইগা তোমার লাগি
এই মাতালে কান্দেরে বন্ধু
প্রেমিক মাতাল কান্দে.........