রবিবার, ২ নভেম্বর, ২০১৪

আখি জুড়িয়া শ্রাবন আসিলো

আখি জুড়িয়া শ্রাবন আসিলো
না আসিলো ফাগুন,
বিষ মাখা তীর গাঁথিলে হিয়াতে
হইলো রক্তের প্লাবন।

সুখের অন্যশনে মাতিয়া আলোর মেলায়
আলেয়ায় ডাকিলে মোরে,
গোপনে কতটা সুখ পেলে।

পুড়াইয়া অনলে মোরে শ্নশান ঘরে
করিলে কালো ছাই,
কিঞ্চিত উড়িলো ধোয়ায়
বাকী গুলি জলেতে পাইলো ঠাই।

কাঁদিলোনা নয়ন তোমার
হৃদয় ভাঙ্গিলো না ব্যথায়,
একলা প্রহরে ভাবিলে না তুমি
কেমনে রাখিলে মোরে সেথায়।

কোন মন্তব্য নেই: