রবিবার, ২ নভেম্বর, ২০১৪

মৃত্যুই আমার একমাত্র প্রয়োজন

প্রথম যেদিন তুমি তোমার বুকে জরিয়ে ধরে আমায় বলেছিলে
ডুব দাও তুমি স্নান করে এসো
আমি তখন ডুব দিয়ে ছিলাম, স্নান করেছিলাম
তোমার অন্তর সাগরে।



মুখে মুচকি হাসি তোমার
প্রশ্ন করেছিলে কি পেলে তুমি?
আমি বলেছিলাম ভুলে গিয়েছিলাম তার দেয়া ব্যথা
যখনি তোমার বুকে রেখেছিলাম মাথা।

তুমি বলেছিলে যখন বুক ফেটে উঠবে পুরনো ব্যথা
এসো ডুব দিও, স্নান করে নিও।

আজ এসেছে আবার সেই দিন
পুরনো নয়, নতুন ব্যথায় পুড়ে হৃদয় হচ্ছে বিরান।
আজ কোথায় ডুব দেব, কোথায় স্নান করে নেব
তোমার বুকে যে অন্যজন।
ও হে বুজেছি এখন
মৃত্যুই আমার একমাত্র প্রয়োজন।

কোন মন্তব্য নেই: