সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

দেশে এখন একজনও অভাবী / গরিব নেই

কোন একজন মন্ত্রীর কথার সুত্র ধরে আমার এক বড় ভাই বলেছেন- দেশে এখন একজনও   অভাবী / গরিব নেই।
আমি উত্তরে বললাম- আপনি নিশ্চই কুরবানির মাংস বিতরন, যাকাতের নিন্ম মানের কাপড় বিতরন, শীতের পোশাক বিতরন, বঙ্গবন্ধুর জিয়ার জন্ম  মৃত্যু বার্ষিকী সহ অনেকের মৃত্যু জন্ম বার্ষিকীর উপলক্ষে কাঙ্গালি ভোজ বা খাবার বিতরন সহ ইত্যাদি ধরনের বিতরণী ও ভোজ অনুষ্টান দেখেছেন?




নিশ্চয়ই আপনি তাও দেখেছেন কুরবানির মাংস ফুরিয়ে গেছে কিন্তু লাইনে দাড়িয়ে থাকা গরিব মানুষ গুলির অনেকে কোন মাংস পাননি? নিশ্চয়ই আপনি তাও দেখেছেন  যাকাতের নিন্ম মানের কাপড় ফুরিয়ে গেছে কিন্তু লাইনে দাড়িয়ে থাকা গরিব মানুষ গুলির অনেকে কোন যাকাতের কাপড় পাননি? নিশ্চয়ই আপনি তাও দেখেছেন শীতের পোশাক ফুরিয়ে গেছে, কিন্তু লাইনে দাড়িয়ে থাকা গরিব মানুষ গুলির অনেকে কোন শীতের পোশাক পাননি?
নিশ্চয়ই আপনি তাও দেখেছেন কাঙ্গালি ভোজ বা খাবার ফুরিয়ে গেছে কিন্তু লাইনে দাড়িয়ে থাকা গরিব মানুষ গুলির অনেকে কোন খাবার পাননি?

এবার আপনি বলুন প্রিয় বড় ভাই উপরুক্ত অনুষ্টানে আগত মানুষ গুলি কারা?
কারা সেই মানুষ গুলি যারা কোন মাংস পাননি, কাপড় পাননি কিংবা খাবার পাননি?

কোন মন্তব্য নেই: