সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

আদিপত্য ভোগ ও বিলাসিতার মধ্যে সুখ নেই, প্রকৃত সুখ মনের সুখ

সকলের দৃষ্টি আকর্ষণ করছি- শীত এসে গেছে
আসুন প্রতি শীতের মতো এবার শীতেও গরিব, অসহায়, বস্ত্রহীন,পথশিশুদের পাশে দাড়াই।
গরিব, অসহায়, বস্ত্রহীন,পথশিশুদের শীত নিবারণে সঙ্গী হই।
জাগিয়ে তুলি বিবেক ও মানবতাকে।



আমাদের গত বছর বা তার আগের শীতের কাপড় গুলি
যত্রতত্র ফেলে না দিয়ে আমাদের সংগ্রহে রাখী।
যদি সামর্থ থাকে তবে এর সাথে আরো কিছু নতুন বা পুরাতন
শীতের কাপড় সংগ্রহ করে গরিব, অসহায়, বস্ত্রহীন, পথশিশুদের মাঝে উদার মনে বিলিয়ে দিন। 

আদিপত্য ভোগ ও বিলাসিতার মধ্যে সুখ নেই, প্রকৃত সুখ মনের সুখ।
আসুন আমরা সবাই মিতে আমাদের মনকে সুখি করে তুলি এবং এই সুখ বিলিয়ে দেই সবার মাঝে। একদিন আমরাও হবো পৃথিবীর সর্ব সুখী জাতি।

কোন মন্তব্য নেই: