চৈতের তাপদাহে পুড়ছে মৃতিকা নদী নালা বন
প্রেম শুন্যতায় তৃষ্ণার্ত প্রেমিক মাতালের মন।
দহনে বিভাজন উর্বর কৃষকের মাট
জল শুকায়ে উচ্চতায় কিশোরীর স্নানের ঘাট।
চৈতের তপ্ত দুপুরে নিশ্চুপ ক্লান কর্কশ কাকের দল
মেঠো পথে যেন ধর্মঘটে বন্ধ চলাচল।
অধম্য ইচ্ছা শক্তি তপ্ততায় নিছক দুর্বল
চৈতের আগমনে সূর্যই পেয়েছে পূর্ণ বল।
চৈতের পুড়া দহন এতো প্রকৃতির অভিশাপ
উজার প্রকৃতি মানুষের জেনেশুনে করা পাপ।
বৃষ্টি বৃষ্টি দাও খোদা বৃষ্টি দাও, তাজা করো প্রতি প্রাণ
ক্ষমা করো খোদা, ক্ষমা করো প্রকৃতি, নগন্যের আহবান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন