মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

সবার আগে আমার মানুষ হওয়ার চাই


ললাটে মোর বিধির লিখন তুমিবিহীন একলা জীবন
দোষ কি আর হয় তোমার, এ যে নিয়তির নিহিত জীবন।
অমানুষ যখন ছিলাম আমি, মানুষ করতে এলে তুমি
আমি ঠিকি মানুষ হলাম, আর তুমি হাহাহা এ যে বিদাতার লিখন ।
দোষ কি আর হয় তোমার, এ যে নিয়তির নিহিত জীবন।



সামনে আমায় লোকে সালাম দিত পিছন ফিরলেই গালি
বুঝালে তুমি এ সম্মান নয় হিংস্রতার ভয়ে ভিতু লোক গুলি।
উপদেশের সুরে বললে আমায় "সবার আগে আমার মানুষ হওয়ার চাই"
আমি অট্ট হাসিতে হাহাহাহা আমিতো দু পায়ের মানুষ ছিলাম এখনো যে তাই।
তুমি দু-চোখের অশ্রু ঝড়ালে অভিমানে অপমানে,
আমি জানলাম সেদিন, কেউ এই অমানুষটার জন্য কাদতে জানে।
আমি পরম আদরে তোমার দু-চোখের অশ্রু মুছে তোমার মাথায় হাত রেখে
বলেছিলাম "সবার আগে আমার মানুষ হওয়ার চাই"।
আমি ঠিকি মানুষ হলাম, আর তুমি হাহাহা এ যে বিদাতার লিখন ।
দোষ কি আর হয় তোমার, এ যে নিয়তির নিহিত জীবন।

নিদানে বৃষ্টি হয়ে তুমি ফুল ফুটালে এই তপ্ত মরুর বুকে
আমি বৃষ্টির পরশে উর্বর হয়ে, উর্বরতা দিয়ে বরিয়ে দিতে চেয়েছিলাম পৃথিবীকে।
তোমার তুলনায় আমি অযোগ্যই ছিলাম, তবুও তুমি ভালবেসে ছিলে আমায়
শিখিয়েছিলে মানুষ হতে, গড়ে ছিলে মানুষ রুপে।
আমি ঠিকি মানুষ হলাম, আর তুমি হাহাহা এ যে বিদাতার লিখন ।
দোষ কি আর হয় তোমার, এ যে নিয়তির নিহিত জীবন।

কোন মন্তব্য নেই: