মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

ধংষাত্বক পৃথিবী


স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থ মানুষ খুজি
আমি অন্ধ তাই পাইনা খুজে
বুঝেছি এখন আগে সারাতে হবে আমার অন্ধত্বের জীবন।



তবে কি আমায় আবার অমানুষ হতে হবে
মানুষ গুলি যে আজ বিপন্ন, ভিবস্যিত
আমার এই অন্ধত্ব সারাবে যারা, আমি যে তাদের ভয়েই ভীত।

হাহাহাহাহা মানুষের পৃথিবীতে মানুষ যে আজ নাই
মানুষ রুপি পশু গুলি করেছে পৃথিবী ধংষ প্রায়
ধংষাত্বক পৃথিবীতে ভাল নয়কি এই অন্ধ থাকাটাই?

কোন মন্তব্য নেই: