সুরঞ্জনা তুমি বুড়িগঙ্গার তীরে একা আনমনে হাঁটতে যেওনা
তবে হয়তো মনের ভুলে আমাকেই পাশে খুজবে
ভুল করে আমাকেই মনে পড়ে যাবে
তখন হয়তো তোমার নিজের অজান্তেই তোমার চোখের কোনে
দু ফুটা অশ্রু জমতে পারে।
ঝরে যেতে পারে অঝর ধারায়।
হয়তো তাতে প্লাবন হবেনা।
তবে ফেলে যাওয়া স্মৃত্বি গুলি
তোমার অশ্রুতে ধোয়ে মুছে পরিস্কার হয়ে
তোমার হৃদয়ে ঝর তুলতে পারে।
তবে হয়তো মনের ভুলে আমাকেই পাশে খুজবে
ভুল করে আমাকেই মনে পড়ে যাবে
তখন হয়তো তোমার নিজের অজান্তেই তোমার চোখের কোনে
দু ফুটা অশ্রু জমতে পারে।
ঝরে যেতে পারে অঝর ধারায়।
হয়তো তাতে প্লাবন হবেনা।
তবে ফেলে যাওয়া স্মৃত্বি গুলি
তোমার অশ্রুতে ধোয়ে মুছে পরিস্কার হয়ে
তোমার হৃদয়ে ঝর তুলতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন