মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭

প্রতিটি ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা মানুষের কাজ


প্রতিটি ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা মানুষের কাজ। কোন কোন অমানুষের কাজ এটা নাও হতে পারে। অমানুষের দ্বারা মানুষ বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক। তাই অমানুষগুলিকে মানুষ হিসেবে গড়ে তুলা প্রতিটি মানুষের দ্বায়িত্ব। অমানুষ গুলিকে এড়িয়ে চলা হয়তো আপনাকে বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি দেবে। কিন্তু তাতে অমানুষেরা মানুষ হয়ে উঠবেনা। তাই অমানুষগুলিকে মানুষ হিসেবে গড়ে তুলা প্রতিটি মানুষের গুরুদায়িত্ব।

চ্যাটে মেয়ে বন্ধুটিকে বললাম - গল্প শুনবে?


চ্যাটে মেয়ে বন্ধুটিকে বললাম - গল্প শুনবে?


সে বললো - বলেন????
তারপর আমি শুরু করলাম গল্প বলা-
একটা মেয়ে ফেইসবুকে একজন ছেলের সাথে মন বিনিময় করতে লাগলো। মেয়েটি ছেলেটিকে পরীক্ষা করার জন্য অন্য নামের আরেকটা আইডি দিয়ে ছেলেটিকে পরীক্ষা করতে লাগলো।


পরে???
ছেলেটি মেয়েটির ফেইক আইডিতে মেয়েটির সাথেও প্রেম বিনিময় করতে লাগলো। মেয়েটি বুঝে গেল ছেলেটি নকল প্রেমিক।

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭

কোন সাহসে তৃণমূলের রাজনিতি করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি হওয়ার স্বপ্ন দেখেন?

pramik matal, suronjona, pramik matal, প্রেমিক মাতাল, সুরঞ্জনা,
যে দেশে সাবেক প্রেসিডেন্টের স্ত্রী বা সন্তান প্রধানমন্ত্রী হোন।
যে দেশে প্রেসিডেন্টের সন্তান তার আসনে এমপি হোন।
যে দেশে সাবেক মন্ত্রির স্ত্রী বা সন্তান এমপি বা মন্ত্রী হন।
যে দেশে রাজনৈতিক বকলম, খ্যাতিমান শিল্পপতি, বিখ্যাত কোম্পানির মালিক, অমুক তমুক ব্যবসায়ী এমপি হোন।
যে দেশে সাবেক মেয়রের সন্তান মেয়র হোন।
সে দেশে কোন সাহসে আপনারা আপনাদের সাধারন বাবার সন্তান হয়ে তৃণমূলের রাজনিতি করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি হওয়ার স্বপ্ন দেখেন?

কেন আমি মানুষ হতে পারিনি?

প্রেমিক মাতাল, সুরঞ্জনা, প্রেমিকমাতাল, pramikmtal, premikmatal, pramik matal, premik matal, suronjona,

সারাদিনের ইনকাম পঞ্চাশ টাকা নিয়ে কর্মস্থল থেকে পায়ে হেটে ফিরছিলাম। পথিমধ্যে ১০টাকার সিগারেট কিনে নিলাম। এক সময় খুব বেশী সিগারেট খেতাম। তাও আবার নামিদামি ব্রান্ডের। এখন আর আগের মতো নামিদামি ও অসংখ্য সিগারেট খাওয়া হয়না অভাবের তারনায়। বলা যায় অভাবটা এই দিক দিয়ে প্রজেটিভ। তো যাই হোক এক কিলোমিটার পায়ে হাটার পরে ফুটপাতে একটা বাচ্চা মেয়ের কান্না শুনে থমকে দাড়ালাম। পাচ কদম পিছনে ফিরে মেয়েটির মাথায় হাত বুলিয়ে মেয়েটির মধ্য বয়সিনী মাকে জিজ্ঞেস করলাম মেয়েটি কাঁদছে কেন?

প্রকৃতির লাবন্যকন্যা সিলেটের নয়নাবিরাম রাতারগুল এর পথে নৌভ্রমণ ২০১৭

প্রকৃতির লাবন্যকন্যা সিলেটের নয়নাবিরাম রাতারগুল এর পথে নৌভ্রমণ ২০১৭

বুধবার, ২৯ মার্চ, ২০১৭

আমি মানুষ নই, মানুষের রূপধারী ওরিজিনাল বাংলাদেশি কুকুর


আমরা প্রতিদিন নতুন কতো কিছু দেখছি আর নতুন কতো কিছু শিখছি। এইতো আজ দেখলাম ডাস্টবিনের মোড়ে চার পাঁচটা কুকুর খাবার নিয়ে কাড়াকাড়ি করছে। কুকুরগুলি কিছুক্ষণ পর নিজেরা নিজেরা খাবার নিয়ে ঝগড়া লেগে একটি কুকুর আরেকটিকে কুকুরকে তাড়িয়ে দিচ্ছে। এভাবে একটি কুকুর আরেকটা কুকুরকে তাড়াতে তাড়াতে সবগুলি কুকুর চলে গেল।
কিন্তু না এখানে দেখার বা শেখার শেষ নয়। এখানেই শুরু।

সোমবার, ৬ মার্চ, ২০১৭

যিনি চলে গেছেন, তবু রয়ে গেছেন অন্তরে

২০১২ সালের ঠিক এই দিনটিতে তিনি চলে গেছেন আমাদের ছেড়ে চিরতরে না ফেরার দেশে। কিন্তু আজও তিনি চলে যেতে পারেননি আমাদের অন্তর থেকে। জি আমি প্রিয় অভিনয়শৈলি খ্যাতিমান অভিনেতা হুমায়ুন ফরিদি'র কথা বলছি।

আজ সেই খ্যাতিমান অভিনেতার পঞ্চম মৃত্যু বার্ষিকী। খ্যাতিমান অভিনেতা হুমায়ুন ফরিদি তার অভিনয় দিয়ে "ভন্ড" ছবির মধ্য দিয়ে যেমন আমাদের হাঁসিয়েছেন। তেমন কাঁদিয়েছেন "জয়যাত্রা"য়। আবার দেখিয়েছেন ভংকর রুপ "সন্ত্রাস" নামক সিনেমা সহ অসংখ্য নাটক সিনেমায়।

বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে...

এই তো কিছুক্ষন আগে কুকিল ডেকেছে। মনে করিয়ে দিয়েছে বসন্ত দোয়ারে দাঁড়িয়ে। শুধু একটি নতুন সূর্যের অপেক্ষায় প্রতিটি বাঙ্গালির প্রাণ মন অন্তর।

শীতের এই বিদায় বেলা কিছুটা ব্যদনা মনে জমা হলেও তা কেটে যায় বসন্তের আগমনে। বাংলার ছয় ঋতুর রাজা ঋতুরাজ বসন্ত। এই বসন্ত নিয়ে কতো শত কবি রচনা করেছেন কতো শত কাব্যমালা। এই বসন্ত এলে এখনো কতো শত কবিতার জন্ম হয়।

সিলেট কেন্দীয় শহীদ মিনার প্রাঙ্গনে “অমর একুশে বই মেলা ২০১৭”

মহান আন্তর্জাতিক মাতৃভাষার মাসে সিলেট কেন্দীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রথম বারের মতো আয়োজন করা হয়েছে “অমর একুশে বই মেলা ২০১৭”। সপ্তাহ ব্যপি এই মেলা চলবে ফ্রেব্রুয়ারীর ০৭ তারিখ থেকে ১৩ তারিখ বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। উক্ত মেলায় অংশগ্রহণ করেছে ঢাকা চট্টগ্রাম সহ সিলেটের অসংখ্য প্রকাশনী সংস্থা। মেলা আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা, সিলেট। সহযোগিতায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭

রিপা আজো জানতে পারলোনা

ভেবে ছিলাম সেদিন নতুন কার'টা কিনে রিপাকে চমকে দেব।
কিন্তু না আমি রিপাকে চমকাতে পারিনি।
তার আগেই রিপা আমাকে চমকে দিল নতুন গাড়িতে চড়ে হবু বরের সাথে এসে আমায় তার বিয়ের কার্ডটি দিয়ে।

আমি সেদিন শুধু চমকাইনি, চিরতরে স্থব্দও হয়ে গিয়ে ছিলাম।
হারিয়ে ফেলেছিম চিরতরে বাকশক্তি।
রিপা বিন্দুমাত্র সে দিকে খেয়াল করেনি।
সেদিনের পর থেকে আজ বার বছর পর্যন্ত রিপা জানতে পারেনি আমি চিরতরে বাকশক্তিহীন।
কারন এই বার বছর ধরে আমার আর তার কোন দিন দেখা হয়নি। এবং কি আমাকে সে কোন দিন মোবাইলে একটা কল পর্যন্ত দেয়নি। আমিও কোন দিন কল দেইনি আমি আগের মতো আর কথা বলতে পারিনি বলে।
এই বার বছর ধরে আমার সেই মোবাইল নাম্বার আজো সচল রেখেছি রিপার একটি মাত্র কলের অপেক্ষায়।