আজ থেকে ২০,২৫ বছর আগে আমরা আধুনিক ছিলামনা।
কিন্তু ছিল আমাদের মাঝে সুখ শান্তি স্বাধীনতা বিরাজমান।
কিন্তু যবে থেকে তোমরা আমাদের আধুনিক হতে শেখালে সেদিন থেকেই আমাদের সুখ শান্তি স্বাধীনতা ধীরে ধীরে কৌশলে কেড়ে নিলে।
আজ আমরা আধুনিকতার দ্বারপ্রান্তে, তাই আমরা সুখ শান্তি স্বাধীনতার শেষ প্রান্তে।
আর কয়দিন পরেই হয়তো আমাদেরকে তোমরা ভুলিয়ে দেবে সুখ শান্তি স্বাধীনতা নামক শব্দ গুলি। তখন আমাদের কি হবে ভাবতেই বুকের বাম পাশের ব্যথাটা উকি দেয়। খুব কষ্ট হয় যাতনা হয়। হয়তো তোমরা তা বোধ করনা।