বুধবার, ২০ জুলাই, ২০১৬

বৃষ্টি আমায় স্পর্শ করবে


দিন দিন আমার পৃথিবীটা ছোট হয়ে আসছে।
হচ্ছে কোলাহল মুক্ত, আর কমে আসছে লোকালয়।
কমে যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জন।

আর কিছুদিন পরেই নিঃসঙ্গতা আমাকে আকড়ে ধরবে
কুড়ে কুড়ে ছোট করে দেবে আমায় আয়ু রেখা।
আমি হবো মৃত্যু পথযাত্রী সেজন।

তারপর আর হবেনা নতুন কথামালার সৃজন
হবেনা আর কোন স্বপ্নের বিসর্জন কিংবা বাহ বাহ অর্জন।
বৃষ্টির স্পর্শ থেকে নিজেকে আড়াল করতে পালাতে হবেনা অট্টালিকার পরে
বৃষ্টি আমায় স্পর্শ করবে কাদা মাখা করবে ছোট্ট সারে তিন হাত মাঠির ঘরে।

কোন মন্তব্য নেই: