গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

একটু খানি বাউলামি


ভাবের মানুষ হিংস্র বেজায়
বনের বাঘ ততো নয়
ভাবের মানুষ কাছে এলে
থাকে না যে বাঘের ভয়।

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫

অন্যের বাসর ঘরে


আজ নতুন আরেকটা জীবনে দিচ্ছ পা
বধলে নিচ্ছ তোমার জীবন রেখা।

লাল শাড়ি পরে বধু বেসে তুমি
নিয়ন আলো জ্বলছে তোমার বাড়িতে।

বধলে গেলে কি করে তুমি
কি করে চলে যাচ্ছ দূরে
অভাগা আমি কাদছি কতো দুঃখে
আর তুমি অন্যের বাসর ঘরে।

মঙ্গলবার, ১২ মে, ২০১৫

আমার মাঝে পশু পাই

মানুষ খুজতে গিয়া আমি আমার মাঝে পশু পাই
ভবপাড়ের শেষ সীমানায় মানুষ হতে পারিনি তাই
মানুষ হওয়া বড় দায়, মানুষ হতে পারিনি তাই।

চার পায়ে পশু হয়রে, দুই পায়ে মানুষ তাই
আমার মাঝে আঠারো পা, মানুষের কোন লক্ষন নাই।

দেখতে হুবুহু মানুষের মতোই, আচরনে পশু তাই
মানুষ খুজতে গিয়া আমি আমার মাঝে পশু পাই।

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

পিরিতির কি ফল

জলের বুকে পদ্দ ফুঠে
ফুটে শাপলা শালুক
সেই জলেতেই থাকে আবার
সাপ কিংবা জুক।
প্রেম তেমনি এক জল
ফুঠায় স্বপ্ন রাশী রাশী
আবার পোষা সাপ মারে বিষাক্ত ছুবল
প্রেমে পড়লে বুঝবেরে
পিড়িতির কি ফল?

রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪

কোল মানের ভয় করেনা প্রেমিকরা

কোল মানের ভয় করেনা প্রেমিকরা
জাত গেলে তার কি আসে যায়
জাতের নাম ধুয়ে পানি খেলে প্রেম কি পাওয়া যায়?