কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৩ মে, ২০২০

আজ অমানুষের কবি'তে হোক পরিণয়

অমানুষের কবি


ভয়ে থেমে যাক, প্রতিবাদী কাব্য সৃজন
থমকে যাক, প্রতিবাদী ভাষার উচ্চারণ।
পথ ভুলা হোক সাহসী, বীরপুরুষের দল
উজ্জীবিত হোক, মাথানত কাপুরুষের বল।

কারার ভয়ে কলম, লিখনি কাপেঁ থরতর
জেল জুলুম হুলিয়া, ভড়িয়া উঠিল জড়সড়।
মুক্তি পাক, শান্তি পাক শতশত অপরাধির দল
অপরাধ মুক্তি পাক, নিপাক যাক প্রতিবাদীর দল।

কালা কানুন কলমের নয়, চোরের পক্ষে কথা কয়
চোরেরা যেন চোর নয়, সাধু বেসে সাধু সেজে রয়।
লিখনির জোরে চোরের সাজা যদি রুপকথার গল্প হয়
কবিও কলিকালের রুপকথার কাব্য রচনায় পাবে ভয়।

কালা কানুনের ভয়ে, গড়েছে কবির মনে বিস্বাদ সিন্ধু
কলম কবির শত্রু, প্রতিবাদী ভুলা নিরবতা বিশাল বন্ধু।
গনমানুষের কবি আজ, অমানুষের কবিতে হোক পরিণয়
ভয়ে ভয়ে শুধু ভয়ে, হোকনা তবু ঐ কালাকানুনের জয়।

মঙ্গলবার, ১২ মে, ২০২০

সুরঞ্জনা সোনার খাঁচায় বন্দি



আরেকটা কবিতা লিখবো তোমায় নিয়ে, না সে কবিতায় তুমি থাকবেনা
থাকবে তোমার বদলে তোমার নামের, তোমার শূন্যস্থান পূরণে অন্য কেউ।
আরেকবার তোমার প্রেমে পড়বো আমি, না সে প্রেমের নাইকা তুমি নও
তোমার মতো দেখতে হয়তো, তবে তোমার মতো প্রতারক কেউ নয়।

আরেকবার জীবন গড়বো আমি, না তোমার ভালবাসার মায়ায় নয়
তোমার মতো অন্য কেউ হয়তো, তবে তোমার অতো অমানুষ নয়।
আরেকবার করবো তোমায় সুরঞ্জনা সোনায় খাচায় বন্দি, তবে তুমি নও
আরেকবার ভাঙ্গবে তুমি আমার সেই ভাঙ্গা নীড়, না সেও তুমি নও।

আরেকবার আমি স্বপ্নের পিঠে বয়ে নিয়ে আসা দুঃস্বপ্নের ফাদে পড়বো
আরেকবার আমি ঘুরেফিরে আবার নতুন করে তোমার প্রেমেই পড়বো।
কল্পনায় এমন দিন গুনেগুনে কেটে গেছে পনেরটি বছর, একযুগের উপর
যাকনা জীবন এভাবেই কেটে তুমি বিহীন একলা দহনে, পরজনমের পর।

ভালবাসি সুরঞ্জনা আজো ভালবাসি যতোদিন হয়না, তোমার জানা
আমি অন্ধের মতো ভালবেসে যাবো ভয় না করে, পরজনমের দহনেহানা।
স্বর্গের মায়া ছাড়া প্রেমিক মাতাল আমি, নরকের কি ডর ভয় পাই
তোমার মায়ায় কাটবে জীবন মরণ, পাবেনা নতুন করে কেউ ঠাই।

রবিবার, ১০ মে, ২০২০

অমানুষের কবি'র মৃত্যুতে


অমানুষের কবি'র মৃত্যুতে

একদিন আমিও মানুষ ছিলাম, ছিল মানুষের মতো জীবন স্বপ্নময়
একদিন আমিও প্রেমিক ছিলাম, ছিল প্রেমিকাকে হারাবার ভয়।

একদিন আমিও পথিক ছিলাম, স্বপ্নের মতো জীবন গড়ার পথে
একদিন আমিও বৃষ্টিকে ভালবেসে ছিলাম, কোন এক মেঘ কালো রাতে।

একদিন আমিও মায়ের লক্ষি ছেলে ছিলাম, টাকার নেষায় মেতে
একদিন আমিও সমাজের ছিলাম, সমাজের দ্বায়বদ্ধতা থেকে।

আজ আমি অন্য মানুষ, অন্য কোন পথের, অন্য কোন নদীর ঘাটে
অন্য ভাবেই কাটছে জীবন, জীবনের শেষ হিসেব নিকেশ কষে।

বেচে আছি মরবো বলে, মরার তরে, জীবনের শেষ মোহনায়
অমানুষের কবি'র মৃত্যুতে কে আছে কাদার ছলে করে হায়হায়।

থেমে থাক অমানুষের কবি

থেমে থাক অমানুষের কবি


ছোট লোকের ঘরে জন্ম আমার, বড়লোকের মতো ছোটলোকি মন তাই
বড়লোক ছোটলোকের লক্ষ্য একটাই, কারিকারি টাকা কামাই।

বড়লোক ছোটলোক ভাই ভাই, যে ভাবেই হোক টাকা চাই
সম্মান বাড়লো না কমলো কি দেখি, তাতে খেতা পুড়া ছাই।

না আর হবেনা, এখানেই থেমে থাক অমানুষের কবি.....

আমি যে অমানুষের কবি


থেমে থাক অমানুষের কবি


ঐ পথশিশু তোদের চোখে কান্নার জল দেখে আমার পৌষাশিক আনন্দ জাগে
আমি যে অমানুষের কবি।
হে প্রিয়া তোমার চোখের জন আমার কাছে হেয়ালি লাগে
আমি যে অমানুষের কবি।

পথের শিশু দুইটা টাকা দেন যখন খুজে, আমার মাঝে তখনি পশুত্ব জাগে
আমি যে অমানুষের কবি।
কান দুইটা মলে দিয়ে কাজ করে খা বলে আমার হৃদয় মহামানবী সাজে
আমি যে অমানুষের কবি।

খাদ্য বস্ত শিক্ষা চিকিৎসার দাবীতে যখন গণমানুষ জাগে, আমার কাছে ওদেরকে বেকুবের দল লাগে
আমি যে অমানুষের কবি।
অধিকার চাই অধিকার চাই আর্থনাদ করা ওরা আমার মনে হয় যেন এই ফরলো ফাদে
আমি যে অমানুষের কবি।

মায়ের চিল্লান আর কতো কাল খাবি আমার ঘারের উপড় পরে, এ যেন মিষ্টি কাব্যের সুন্দর কথা মালা ঝরে
আমি যে অমানুষের কবি।
ভাবি দুইটা টাকা কামাই করে দিতে পারলে যেন মায়ের পরাণ যাবে ভরে
আমি যে অমানুষের কবি।