রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭

মনান্ধ তুমি


আমি আধারী, আলেয়ায় বসবাস
আশার মৃত্যুতে, আশাহীন নিরাশ।
আধারের পাখির গান শুনা হয়
হয়না কভু দেখা, সে পাখি।
না আমি অন্ধ নই, ঠিক আছি, ঠিক আছে আমার আখি।



কে যেন কবে বলেছিল মনান্ধ তুমি
দেখনা তুমি প্রণয় বিচরণ।
সেদিনের পর থেকে আর হয়নি,
মায়ার জালের আবরণ।

আধারে ফুল ফুটে, আধারে যায় ঝরে
আধারীর চক্ষু নচেৎ নাহি কারে।
বৃহৎ আধারে আধারী জীবন
হয়না যে তার রোদেলা দুপুরের প্রয়োজন।

কোন মন্তব্য নেই: