রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

সৃজনে রক্ত চাও মাগো আমার


হে মাতৃভূমি মা পায়নি তোমার সন্তানরা
লাল রক্ত আর ত্বিক নোনা জলের দাম।
যারা দাম দেবে, তারা আজ অভিনেতা, মা সুনিপুণ অভিনেতা
ক্ষমতার বড়াই, আর ক্ষমতার লড়াই, আর দেশ প্রেমের অভিনয়ে ব্যস্ত ওরা।
দেখেনা মা তারা তোমার সন্তানদের খিদার জ্বালার আর্তনাদ
দেখেনা তারা বস্ত্রহীন পৌষের রাতের থরথর কাপন
দেখেনা তারা ফুটপাতে লুটোপুটো হয়ে ঘুমিয়ে থাকা তোমার শিশু সন্তানের কষ্টার্থ জীবন।
ওরা পাষাণ মা পাষাণ, অতিতের হিংস্রদের সমমান
সুযোগ পেলেই ছুরি চালাবে মা তোমার পেট, বুক কিংবা পিঠে
তবুও নিজেদেরকে দাবী করে মা তোমার শ্রেষ্ট সন্তান, ওরা অভিনেতা মা সুনিপুণ অভিনেতা



মা তুমি আর জন্ম দিতে না পারো যাতে সালাম বরকত রফিক জব্বার শফিউল
কিংবা মোস্তফা কামাল মুন্সি আব্দুর রউফ.মতিউর রহমান মুহাম্মদ
শেখ হামিদুর রহমান রুহুল আমিন মহিউদ্দিন জাহাঙ্গিদের মতো শত লক্ষ সহস্র বীর সন্তান।
তাইতো তারা আজ তোমার বুকে বসে করছে তোমার গোপন অবসান।

মা তুমি আর শান্ত থেকনা তোমার সন্তানদের এ নিদানে
জাগরত করো, সাহসি করো, বীর করে তুল তুমি মাগো আমায় তোমার আপন মহিমায়।
সৃজনে রক্ত চাও মাগো আমার, আবার মাগো গড়তে তোমার সোনার বাংলা সোনায় সোনায়।

কোন মন্তব্য নেই: