সোমবার, ১৬ মে, ২০১৬

আর্তনাদ করে, চিৎকার করে, প্রতিবাদ করে, নিশ্চুপ বোবা ভাষায়


সাজানো গোছানো সুন্দর সমাজ অতিতে পুকা-মাকর করেছিল গ্রাস
আজ পুকা-মাকররা দিনে দিনে বড় হয়েছে, বেড়েছে তাদের ক্ষমতা।
নিয়েছে রুপ হায়নায়, সমাজকে আজো করছে গ্রাস সমাজ বদলের বায়না

সমাজ বদলে গেছে অনেক, নিছক দুর্বল অসহায় মানুষের দ্বায়ে
হায়নার দল ক্ষমতার জোরে নিচ্ছে সমাজ বদল তাদের দখলে।
হায়নার ভয়ে, যায়ানা পাড়ার বেওয়ারিশ কুকুরটাও হায়নার দুয়ারে।



এই বদলে যাওয়া, বদলে দেওয়া, সমাজের অগণিত মানুষের ভিড়ে
হায়না গণিত একজন, বিশেষ ক্ষমতার বলে
মানুষ রুপি প্রতি সমাজের হাজারো হাজারো হায়নার দলের ভিড়ে।

আঙ্গুল ফুলে কলা গাছ প্রবাদ হায়নাদের মাঝে বড়ই শোভা পায়
দেহের গড়ন, পোষাক আষাক চলন বলনে প্রবাদটা খুব মানায়।
এই হায়নাদের ভিড়ে আজ সমাজের প্রকৃত মানুষ গুলি বড় অসহায়
আর্তনাদ করে, চিৎকার করে, প্রতিবাদ করে, নিশ্চুপ বোবা ভাষায়।

কোন মন্তব্য নেই: