সোমবার, ১১ এপ্রিল, ২০১৬

একুশ শত পয়ত্রিশ দিন


তোর বুকের পাজরে যদি আগলে রাখতি আমায়
তবে আর আজ লোকে আমাকে পাগল বলতোনা।
আমাকে নিয়ে উপহাস করতোনা, করতোনা টিটকারী।



আধার রাতে যতোই বৃষ্টি আসুক তবু আমিও কাদতামনা
একা একা তোর স্মৃতির পাইচারি করে পায়ে হাটা পথে বেকুবের মতো হাসতামনা।
তবে আর লোকেও আমায় পাগল বলতোনা।

মিছেমিছি কাউকে আর আমার বউ বাচ্ছার গল্প শুনাতামনা
কথা তার মায়ের মতো হয়েছে, তার নাম তার মাই রেখেছে বানিয়ে বলতামনা।
তবে আর আমাতে মিথ্যে আশ্রয় পেতনা,
আমাকে কেউ মিথ্যুক বলার দুঃসাহস পেতনা।

জানী তোর বুকের পাজর জোরে আজ অন্য কারো মাথা
শতশত ভুলের মাঝেই ভুলে গেছিস আমার কথা।
"চোখের আড়াল মনের আড়ায়" বলতি আমায় প্রায় দিন
দেখে যা আজো ভুলিনি তোকে আজ প্রায় একুশ শত পয়ত্রিশ দিন।

কোন মন্তব্য নেই: