বুধবার, ৮ জুলাই, ২০১৫

খারাপ মানুষকে অনুসরণ করে ভাল মানুষ হওয়া যায়না

সত্যি কথা বলতে কি এখন ভাল মানুষের চেয়ে খারাপ মানুষ গুলি
অনেক অনেক সুন্দর ও ভাল ভাল নির্ভুল মিষ্টি মধুর কথা বলতে জানেন।
যা আমাদের কে অনেক পেরনার যোগান দেয়।
আর উনারা শুধু বলেই যান, কাজের কাজ কিচ্ছুই করেননা।
আসলে এরা ভন্ড। এরা ভাল মানুষের মুখোশধারী।


আমরাও উনাদের কথায় অনুপ্রাণিত হয়ে ভাল মানুষ হওয়ার
চেষ্টা চালিয়ে যাই।
তেমনটা এগুতে পারিনা তার আগেই উনাদের ভন্ডামি, আর মুখোশ খুলে যায়।
আমরা হয়ে যাই আবার পথহারা।
ভেঙ্গে যায় আমাদের ভাল মানুষ হওয়ার সুন্দর পরিকল্পনা।
হয়না আর আমাদের ভাল মানুষ হওয়া।

তবে তখন একটা অভিজ্ঞতা জন্ম হয় আমাদের মাঝে।
আর সেটা হলো খারাপ মানুষকে অনুসরণ করে ভাল মানুষ হওয়া যায়না।

তাই বলে যে দেশে বা সমাজে ভাল মানুষ নেই,
সবাই ভন্ড আর মুখোশধারী তা কিন্তু নয়।
এখনো অনেক অনেক ভাল মানুষ আমাদের চারপাশে আছেন
যারা কথায় নয় কর্মে উনাদের ভাল মানুষের পরিচয় দিচ্ছেন।
যাদের খোজ খবর আমরা রাখীনা বা রাখতে পারিনা।
কারণ উনাদের কর্ম সংবাদপত্র কিংবা কোন ধরনের মিডিয়া তুলে ধরেনা।
যদিও উনারা সংবাদ পত্র কিংবা কোন ধরনের মিডিয়ার সস্তা প্রশংসা কুড়ানোর
জন্য আপন কর্মে ব্যস্ত থাকেননা।
উনারা দেশ প্রেম,মানবিকতা,আর সামাজিক দায়বদ্ধতা থেকেই
কাজ করে যান দেশ ও দশের জন্য।

হ্যা উনারাই হতে পারতেন আমাদের পেরনার উৎস। কিন্তু পারেননা।
কারন উনারা সর্বদাই সংবাদপত্র কিংবা সব ধরনের মিডিয়ার আড়ালে থেকে যান।
আর তাই আমরা হই পেরনা বঞ্চিত।
হয়না আর আমাদের মানুষ হওয়া।
থেকে যাই মানুষরুপি হয়েই।

কোন মন্তব্য নেই: