শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪

সাত জন বীরশ্রেষ্ঠের

(১) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ।
    ১৯৪৯ সালের ৭ মার্চ বরিশালের বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।

   শাহাদাত বরণ করেন ১৪ ডিসেম্বর ১৯৭১।


(২) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ।
     ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯ আগা সাদেক রোডের পৈত্রিক বাড়ি "মোবারক লজ"-এ জন্মগ্রহণ করেন।

    শাহাদাত বরণ করেন ২০ আগস্ট ১৯৭১।

(৩) বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান।
     ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি তদানিন্তন যশোর জেলার (বর্তমানে ঝিনাইদহ জেলা) মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর        গ্রামে জন্মগ্রহণ করেন।

     শাহাদাত বরণ করেন ২৮ অক্টবর ১৯৭১।

     মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান সাত জন
     বীর শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ।

(৪) বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল।
     ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

    শাহাদাত বরণ করেন ৮ এপ্রিল ১৯৭১।


(৫) বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ।
     ১৯৪৩ সালের মে মাসে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার (পূর্বে বোয়ালমারী উপজেলার অন্তর্গত) সালামতপুর গ্রামে        জন্মগ্রহণ করেন।

     শাহাদাত বরণ করেন ৮ এপ্রিল ১৯৭১।


৬. বীরশ্রেষ্ঠ শহীদ ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন।
    ১৯৩৫ সালে নোয়াখালী জেলার বাঘচাপড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

    শাহাদাত বরণ করেন ১০ ডিসেম্বর ১৯৭১।


৭. বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ।
    ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন।

    শাহাদাত বরণ করেন ৫ সেপ্টম্বর ১৯৭১।

  1. আমরা সবাই মিলে Facebook এর নতুন রেকর্ড করব
  2. ১০ ডিসেম্বর ১৯৭১ - New!
  3. ১১ ডিসেম্বর ১৯৭১ New!
  4. ১৩ ডিসেম্বর ১৯৭১ - New!
  5. ২ ডিসেম্বর, ১৯৭১
  6. ৩ ডিসেম্বর ১৯৭১
  7. ৪ ডিসেম্বর ১৯৭১
  8. ৬ ডিসেম্বর ১৯৭১
  9. ৭ ডিসেম্বর ১৯৭১
  10. ৮ ডিসেম্বর ১৯৭১
  11. ৯ ডিসেম্বর ১৯৭১ - New!

কোন মন্তব্য নেই: