সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

এর চেয়ে বড় চাওয়া কি আর থাকতে পারে একজন মানুষের জীবনে?

আমি আমার বাচ্চাদের প্রায় সময় মুক্তিযুদ্ধে আমাদের  বিরত্ব গাথার গল্প শুনাই। শুনাই আমাদের বিসর্জনের গল্প। শুনাই দেশের গান। তাদেরকে নিয়ে আমি আমার উঠানে ভাষা দিবস, স্বাধিনতা, বিজয় দিবস উদযাপন করি। না এরা কেউ আমার সন্তান নয়। আমিও এদের আপন কেউ নই। আমি এখনো অবিবাহিত। এরা আমার পাড়া প্রতিবেশির সন্তান। এদের মধ্যে কেউ আমাকে চাচ্চু চাচা কাকা আংকেল বলে ডাকেনা। এরা আমাকে বাবা পাপ্পা বলে ডাকে। অল্প কয়েক জন মামা বলে ডাকে।কারন এরা আমার পাড়াতো বোনদের সন্তান।  যদিও এই মামা ডাকা বাচ্চাগুলি মাঝে মাঝে পাপ্পা ডাকা বাচ্চাদের সাথে ঝগড়া লাগিয়ে দেয় আমার পাপ্পা, আমার পাপ্পা বলে। একটু বড় বাচ্চারা হেসে উঠে। হেসে উঠে মামা ডাকা বাচ্চাগুলির মা বাবা সহ আমার মা বোন। ।



এদের বাবা বাপ্পা মামা ডাকে আমার প্রতিদিনের ঘুম ভাঙ্গে। শুরু করি এদের স্পর্শ নিয়ে নতুন একটি দিন।
দেখি ওদের চোখেই আমার নতুন দিনের স্বপ্ন। একদিন এরা দেশের সু-শিক্ষিত, দেশ প্রেমিক, বিবেক, আবেগ, মানবতা, মনুষত্ব বোধি সুনাগরিক হবে। স্বপ্ন দেখি এরা একদিন সমাজ দেশ জাতিকে ক্ষমতাধর বিষাক্ত সাপ, শেয়াল, শকুন মুক্ত করবে। এর চেয়ে বড় চাওয়া কি আর থাকতে পারে একজন মানুষের জীবনে?

বিজয় দিবস ২০১৫ উদযাপন এর ছবি




কোন মন্তব্য নেই: