বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

ফেইসবুকে ফটো টাগ / ফটো ভেরিফিকেশন

ফেইসবুকে ফটো টাগ একটি বিরক্তকর অসুবিধা।
বন্দুদের এই টাগ করা ফটোর কারনেই
আপনি পড়তে পারেন ফটো ভেরিফিকেশনের
মার পেছে।
আর এই ফটো ভেরিফিকেশনের মার পেছে
অধিকাংশই বিফল হয়।

হারিয়ে ফেলতে হয় প্রিয় ফেইস বুক একাউন্টাকে।
যা অবশেষে অনুশুচনা ছাড়া আর কিছুই করার থাকে না।

আজ আপনাদের শেখাবো কি ভাবে এই ফটো ভেরিফিকেশন
থেকে আপনার আই.ডি রক্ষা করবেন।

মোবাইল ইউজারদের জন্যঃ-
আপনার টাইম লাইনে যদি কোন টাগ করা ফটো থাকে তবে,
আপনি ফটোর একটু নিছে দেখুন more নামের একটা অপশন
আছে।
তাতে ক্লিক করুন। নতুন ইউন্ডুস ওপেন হবে।
এখন নিছের দিকে দেখুন remove অথবা delete
নামের বিন্দু যুক্ত আপশন আছে।
আপনি ঐ বিন্দুতে ক্লিক করে নিছের ডান বাটমে ক্লিক করুন।
যদি আপনি সব কিছু ঠিকঠাক মতো করে থাকেন
তবে আপনি আপনার টাইম লাইনে ফিরে গিয়ে দেখুন
এতক্ষণে আপনার টাগ করা ফটো বেনিশ হয়ে গেছে।

কম্পিউটার ইউজারদের জন্যঃ-
আপনার টাইম লাইনে যদি কোন টাগ করা ফটো থাকে তবে,
আপনি ফটোর একটু ডান পাশে ^ (নিচের দিকে মুখ করা)  এই চিহ্নটিতে
ক্লিক করুন।
remove অথবা delete অপশন আসবে।
ক্লিক করলেই দেখবেন টাগ ফটোটা আর নাই।
ফটোটার যায়গায় একটা ক্রস চিহ্ন আসছে।
ক্রসে ক্লিক করুন তাও চলে যাবে।
বেস কাজ শেষ।

এভাবে টাগ ফটো ডিলেট বা রিমোভ
করে ফেললে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি
আপনি আর কোন দিন ফটো ভেরিফিকেশনের
জামেলায় পড়বেন না।

আরো কিছু জানার থাকলে কমেন্ড বক্সে
লিখে আমাকে জানিয়ে দেবেন।
আমি আমার সাধ্য মতো হেল্প করতে চেষ্টা করবো।

ধন্যবাদ......ভাল থাকবেন......
শুভ কামনা রইলো.........











কোন মন্তব্য নেই: