নগর ও নাগরিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নগর ও নাগরিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭

দুর্নীতি নির্মূল অভিমত আহবান


ঘুষবিহীন যে সরকারি কোন চাকরি হয়না, এদেশের কোন গর্দভের ও তা অজানা নয়। যদিও এদেশে এখন গর্দভ আছে কিনা তা আমার জানা নেই। হয়তো বহু আগেই তা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু না ঘুষ এখনো বিলুপ্ত হয়নি। বরং কয়েকগুণ বেড়ে গেছে। ঘুষ দিয়ে সরকারি চাকরি নেওয়া কর্মকর্তা কর্মচারী কখনোই ঘুষ নেবেননা এমনটা কল্পনা করাটাও গর্দভের কাজ। ঘুষ দিয়ে চাকরি নেওয়াই সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ঘুষ নেওয়ার প্রবণতা সৃষ্টি করে। চাকরি দেওয়া নেওয়ার বেলা বড় বড় প্রাইভেট ফার্মগুলি যে ঘুষ মুক্ত তাও কিন্তু ভাবা গর্দভের কাজ।

সিটিং সার্ভিস নয়, বন্ধ করা উচিত ছিল সিটিং সার্ভিসের চিটিং সার্ভিস


ঢাকা শহরে সিটিং সার্ভিসের নামে চিটিং সার্ভিসে অতিরিক্ত অর্থ ব্যয় হলেও  সিটিং সার্ভিস বন্ধে ঢাকা বাসীর যা ভোগান্তি হচ্ছে তার অর্ধেক ভোগান্তি কয়েক দিন আগেও ছিলনা । এই ভোগান্তিতে ভোগছেন সবচেয়ে বেশী ছাত্রছাত্রী, নারী ও প্রতিবন্ধিরা। এখন প্রশ্ন ঢাকাবাসীর হাজার হাজার ভোগান্তির ভিড়ে এই নিত্য নতুন  ভোগান্তি সৃষ্টির জন্য দ্বায়ী কে বা কারা?