সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

আসবি কি তখন দেখতে আমায়



আমি না হয় অশ্রু ছিলাম তোর দুচোখের পাতা জুরে
তুই তো আমার স্বপ্ন ছিলি তবু, কেন গেলি সরে?
আজও তোরে খুজে বেড়াই শহর গ্রাম বন বাদারে
তুই কি আমায় দেখতে পাস, তোর চোখের পাতা বন্ধ করে?



আমার যখন কষ্ট হয় জল ঝরে চোখের কোণে
তোর কি তখন প্রশ্ন জাগে, আকাশ কাদে কার বিহনে?
বুকের ভিতর চাপা ব্যাথা দেয় যখন আমায় যাতনা
তোর কি তখন কান্না আসে, হয় কি কোন অনুশোচনা?

প্রেমিক মাতাল যখন একলা পথিক পথহারা পথের পানে
তোর কি তখন পথ হারাতে, সুখের সাথে মন যুদ্ধে নামে?
আমার যখন আসবে জীবন আয়ু রেখার শেষ বেলা
আসবি কি তখন দেখতে আমায়, নাকী করবি আগের মতোই অবহেলা?

কোন মন্তব্য নেই: