সুরঞ্জনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুরঞ্জনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৫ জুন, ২০২০

সিলেটের ইতিহাস - History of Sylhet

সিলেটের ইতিহাস - History of Sylhet



সিলেটের ইতিহাস - উইকিপিডিয়াbn.wikipedia.org › wiki › সিলেটের_ইতিহাস সিলেট অঞ্চলের ইতিহাস শুরু হয় সেই অঞ্চলে বিস্তৃত বাণিজ্যিক কেন্দ্রগুলির অস্তিত্ব দিয়ে যা এখন সিলেট শহর। ঐতিহাসিকভাবে শ্রীহট্ট নামে পরিচিত, মধ্যযুগের প্রথমদিকে সেন ও দেব বংশের নিয়ন্ত্রণে যাওয়ার আগে হরিকেল ও কামরূপের বৌদ্ধ ও হিন্দু রাজ্যগুলির দ্বারা এটি শাসিত ছিল। ‎২ ঐতিহাসিক বিবরণ · ‎২.১ প্রাচীন রাজ্য সমুহ · ‎২.৫ ব্রিটিশ আমল · ‎৩ স্বাধীনতা আন্দোলন ভিডিও পূর্বরূপ 1:10:04 Sylhet History (সিলেটের ইতিহাস) | GM Furuk | Talk Show ... Studio Anando YouTube - ২৫ জানু, ২০১৭ পূর্বরূপ 12:12 Sylhet District||History of Sylhet|| সিলেট জেলার ইতিহাস LAL-SOBUJ YouTube - ২ সেপ্টেম্বর, ২০১৯ পূর্বরূপ 10:35 সিলেট নামকরনের ইতিহাস | Introduction Of Sylhet | History of ... DCow Boy YouTube - ১৭ ডিসেম্বর, ২০১৭ পূর্বরূপ 6:39 একনজরে সিলেটের ইতিহাস - History of... - Voice of Sylhet - ভয়েস অব ... Facebook - ৩১ মে, ২০১৭ পূর্বরূপ 4:13 History of Sylhet District in Bangladesh সিলেট জেলা Bangladesh Ltd YouTube - ৩০ জুলাই, ২০১৯ পূর্বরূপ 3:38 History of Sylhet | Introduction Of Sylhet | CHANNEL SYLHET CHANNEL SYLHET YouTube - ১২ জানু, ২০১৯ পূর্বরূপ 3:38 সিলেটে জন্মগ্রহনকারী বিখ্যাত সব ব্যাক্তিত্ব || Top Famous ... Tottho Bangla YouTube - ৪ ফেব, ২০১৯ পূর্বরূপ 10:15 সিলেট এর সেরা ১০টি দর্শনীয় স্থান / TOP 10 TOURIST PLACES ... ADVENTURE MIND YouTube - ৩০ জানু, ২০১৯ পূর্বরূপ 4:06 সিলেটের ঐতিহাসিক স্থাপনা ক্বীন ব্রীজের অজানা ইতিহাস । Sylhet ... Sylhet TV YouTube - ২৮ জানু, ২০১৯ ওয়েব ফলাফলগুলি সিলেট - উইকিপিডিয়াbn.wikipedia.org › wiki › সিলেট ২ ইতিহাস এ যান - ইতিহাস. মূল নিবন্ধ: সিলেটের ইতিহাস. ইতিহাসবিদেরা বলেন, বহুযুগ ধরে সিলেট একটি বাণিজ্যিক শহর হিসেবে প্রচলিত আছে। ধারণা করা হয়ে থাকে যে "হরিকেলা রাজত্বের" মুল ভুখণ্ড ছিল এই সিলেট। ১৪'শ শতকের দিকে এই অঞ্চলে ইসলামি প্রভাব দেখা যায় সূফী দার্শনিকদের আগমনের মাধ্যমে। ১৩০৩ সালে কালৈতিহাসিক মুসলিম ধর্মপ্রচারক ... ‎ইতিহাস · ‎সিলেট জেলা · ‎সিলেট বিভাগ · ‎সিলেটের যুদ্ধ সিলেট জেলার ঐতিহ্যwww.sylhet.gov.bd › site › page › সিলেট জেলার ঐ... সিলেটে হযরত শাহজালাল (র.) হযরত শাহজালাল (র.) ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন ওলিকুল শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বোরহান উদ্দিন (র.) এর ওপর রাজা গৌড়গোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল (র.) ও তাঁর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের ... অনুপস্থিত: History ‎| এটি থাকতেই হবে: History সিলেট-জেলার-পটভূমিwww.sylhet.gov.bd › site › page › সিলেট-জেলার-প... পাতা মহান সাধক হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)সহ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট একটি প্রাচীন জনপদ। চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এর ৬৪০ খ্রিষ্টাব্দের ভ্রমণ বি. ... নানকার বিদ্রোহ সিলেটের ইতিহাসে একটি গুরম্নত্বপূর্ণ ঘটনা। নানকাররা ছিল জমিদারদের ভূমিদাস। নানাকার বিদ্রোহসহ আরও কয়েকটি বিদ্রোহ সংঘটিত হলে ১৯৫০ সালে এ প্রথা বিলুপ্ত ... অনুপস্থিত: History ‎| এটি থাকতেই হবে: History Sylhet District||History of Sylhet|| সিলেট জেলার ইতিহাস - Pinterestwww.pinterest.co.uk › pin Your browser does not currently recognize any of the video formats available. Click here to visit our frequently asked questions about HTML5 video. More videos on YouTube. Share. Include playlist. An error occurred while retrieving sharing information. Please try again later. Watch later. Share. An error occurred. সিলেটের গৌরবময় ইতিহাস - Bangladesh Timesbangladeshtimes.com › history › news ২৮ মার্চ, ২০১৯ - ঐতিহাসিকদের ধারণা সিলেট বা শ্রীহট্ট বহু আগে থেকেই এটি উল্লেখযোগ্য বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ১৪ শতকে ইয়েমেনের সাধক হযরত শাহজালাল (র.) সিলেট জয় করেন এবং ইসলাম প্রচার শুরু করেন। তাছাড়া মুঘলদের সাথে যুদ্ধ, নানকার বিদ্রোহ, ভাষা আন্দোলন সর্বোপরি মুক্তিযুদ্ধে এ জেলার অবদান অপরিসীম। নামকরণের ইতিহাস. সিলেটের ইতিহাস - History of Sylhet-এর ছবি গাইডেড সার্চ ফিল্টার শ্রীহট্ট পুরাণyoutubeপ্রাচীনজাফলংমানচিত্র সিলেটের ইতিহাস - History of Sylhet এর ছবির ফলাফল সিলেটের ইতিহাস - History of Sylhet এর ছবির ফলাফল সিলেটের ইতিহাস - History of Sylhet এর ছবির ফলাফল সিলেটের ইতিহাস - History of Sylhet এর ছবির ফলাফল সিলেটের ইতিহাস - History of Sylhet এর ছবির ফলাফল সিলেটের ইতিহাস - History of Sylhet এর ছবির ফলাফল সিলেটের ইতিহাস - History of Sylhet এর ছবির ফলাফল সিলেটের ইতিহাস - History of Sylhet এর ছবির ফলাফল সিলেটের ইতিহাস - History of Sylhet এর ছবির ফলাফল সিলেটের ইতিহাস - History of Sylhet এর ছবির ফলাফল সবগুলো দেখুন সিলেটের ইতিহাস - History of Sylhet-এর জন্য আরও ছবি ছবিগুলির বিষয়ে অভিযোগ জানান সার্চগুলি সিলেটের ইতিহাস - History of Sylhet-এর সাথে জড়িত সিলেটের ইতিহাস ও ঐতিহ্য সিলেট জেলা সিলেট শহরের মানচিত্র সিলেটের পাহাড় সিলেট সদর থানা সিলেটের ডাক সিলেটের জমিদার বাড়ি সিলেটের দর্শনীয় স্থান জাফলং কোন জেলায় অবস্থিত সিলেট সংসদীয় আসন সিলেট বিভাগের মুক্তিযোদ্ধা সিলেটকে লন্ডন বলা হয়

কে রেখেছে তার মুসলমানের নাম রফিকুল ইসলাম?

কে রেখেছে তার মুসলমানের নাম রফিকুল ইসলাম?

কে রাখিয়াছে খোকা তোমার নাম রফিকুল ইসলাম?তুমি তো জানোনা খোকা কে তোমার মা? কি তোমার বাবার নাম?

তুমি তো বলিলে জাননা তোমার কোথায় জন্ম?কোথায় বাড়ি ঘর? চিননা তুমি কে তোমার আপন? কে তোমার পর?

জাননা তুমি তোমার পিতা মাতা হিন্ধু মুসলিম নাকি খ্রিষ্টান? বল খোকা বল তুমি কোথায় পেলে এতো সুন্দর মুসলমানের নাম?

শুন সেবার আমি গিয়েছিলাম কলকাতা শহরে কি জানি কি কাজে? তোমার মতো মাতাপিতার পরিচয় না জানা ছেলে দেখতে পেলাম স্টেশনের মাঝে। জিগ্যেসিলাম কে তোমার পিতামাতা? কি তোমার নাম? কোথায় বাড়ি ঘর?

ফিঙলে হাসিতে বলিল খোকা, বাবু না জানি বাবা মা, না জানি বাড়ি ঘর। স্টেশনেই থাকি বাবু স্টেশনেই আপন পর। নাম খানা আমার বড় সোহাগের রাখিয়াছি নিজে। আমার নাম আমার সাথে বাবু বিষণ সাজে।

বলিলাম উল্লাসে বলো খোকা বল কি তোমার নাম?আমার যে আর তর সইছেনা জানিতে তোমার নাম।

খুকা হাসিয়া বলিল চাইছিলাম রাখিতে নায়কের নাম শাহরুক খান। ভাবিয়া দেখিলাম হিন্দুর দেশে মুসলমানের নাম বড্ড বেমানান।

কি করি ভেবে ভেবে মরি কি রাখি নিজের নাম? হিন্দু দেশে জন্ম আমার রাখিতে হবে হিন্দুজাতীয় নাম।

লোকে বলে আমি অমৃত মিষ্টি কথা বলি। চেহারাটাও টকটকে মিষ্টি লাল। ভাবিয়া দেখি অমৃত লাল সুন্দর একটি নাম। এই নাম রাখিয়া হাহাহা বাবু পরিলাম মহাবিপদে। স্টেশন মাস্টারের নাম যে অমৃত লাল কে জানিত আগে?

জিগ্যেশিলাম খুকা তুমি জানিলে কি করে তুমি হিন্দু না মুসলমান? বলিল খুকা হেসে বাবুজি যে কি বলেন হিন্দুদের দেশে? আমি কি করে হই কন মুসলমান?

জানেন বাবু কিভাবে জানি, জানিল স্টেশন মাস্টার আমার নাম অমৃত লাল। ডাকিয়া আমার কান মলিয়া কহিল নামখানা আমার চুরি করেছিস তুই, কত্ত বড় সাহস তোর? আমার লাটির আগাতে এইবার তুই মর একেবারেই মর।

মাস্টার মশাইরে ধাক্কা দিয়া ছুটিয়া দিলাম দৌড় তেরে। আসিলাম চিরতরে সেই স্টেশন আজীবনের মতো ছেড়ে। চেনা ঠিকানা বদলে ফেলিলাম বাবু নাম খানার দায়ে। এই ইস্টেশনে আছি বাবু চৌদ্দ বছর ধরে, সখের নাম আমৃত লাল লয়ে।

কি খুকা তোমার নাম কি সেই কলকাতার ছেলেটির মতো নিজেই নিজে রাখা? মুসলমানের দেশে জন্ম বলেই মুসলমানের নামই রাখা?

কাপিয়া উঠিল স্টেশন, বাজিয়া উঠিল হরণ, আসিয়া পরিল রেলগাড়ি, দৌড় দিল রফিকুল ইসলাম।হয়তো করবে কুলি গিরি, কয়টা টাকা কামাই করি, অন্ন কিনিবে খুদা মিঠাতে এটাই তার রোজকার কাম।

আমার আর কি করা, ট্রেনটা ছাড়িছাড়ি, উঠিয়া পড়িয়া সিলেট থেকে ঢাকার পথে চড়িলাম। জানিয়ে পারিলাম না কে রেখে তার মুসলমানের নাম রফিকুল ইসলাম।

পৃথিবী আমার নয়, আমি পৃথিবীর

পৃথিবী আমার নয়, আমি পৃথিবীর

আমি বিশ্বাস করিনি এ পৃথিবী আমার নয়,
অথচ সেদিনও পৃথিবী আমার দাবী করেছি।
আজ যখন পৃথিবী তার মালিকানা ফিরিয়ে নিচ্চে
সাথে নিয়ে যাচ্ছে মানুষরুপি আমাকেও।

আজ জানলাম পৃথিবী আমার নয়, আমি পৃথিবীর
আজ জানলাম পৃথিবীর মালিক মানুষজাতি নয়,
মানবজাতির মালিক বরঞ্চ বহুকাল পৃথিবী।
আজ দেখলাম পৃথিবী তাকে মানুষের থেকে মুক্ত করে
নিজেকে সাজাচ্ছে যেমনটা ছিল, মানব দখলের আগে।

কিছু মানুষ তাতে ধংস হচ্ছে ক্ষতি কি তাতে পৃথিবীর?
সে তো ফুল পাখি দিয়ে সাজাবে তার প্রকৃতি, মানুষের কি দরকার?
কিছু মানুষ ঠিকিয়ে রাখবে পৃথিবী মানুষকে শিক্ষা দেবার
নতুনা মানুষ বুঝবে কি করে কি ক্ষতি করেছে নিজেরার।

অসহায় সুখ নিল তাই অসুখির ঘরে ঠাই

অসহায় সুখ নিল তাই সুখের ঘরে ঠাই

সুখের যে আজ হয়েছে মহা অসুখ
গবেষণা বলে এ জটিল ছোয়াছে রোগ
সুখ কাঙ্গালের দল তাই গেছে পালায়।

অসুখি কি আর পায় অসুখের ভয়
সুখকে যতনে অসুখ ছাড়াতেই হয়
অসুখি বুঝে অসুখ কতো জ্বালাময়।

অসুখির যতনে আজ সুখ জঠিল রোগ মুক্ত
ধন্যবাদ ছাড়া কি আর অসুখী থাকে পাপ্প
সুখ ছুটেছে আবার সুখ কাঙ্গালের দলের পিছু।

সুখ কাঙ্গালের দল দেয়না আর সুখকে ঠাই
জটিল ছোয়াছে রোগ ওরা বড্ড ভয় পায়
অসহায় সুখ নিল তাই অসুখির ঘরে ঠাই।

ফ্রিতে ধর্মের বাণী বিলাই

ফ্রিতে ধর্মের বাণী বিলাই

জানিনা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অ আ ইর পরে কি?
জানিনা পাচঁ কলিমা আর কি কি ইসলামের খুটি?
ভাবখানা মোর এমন যেন বিক্ষাত ইসলামিক পন্ডিত
নামাজ তো পড়তেই জানিনা, সুরা পাঠ যে বেঠিক।

পথে ঘাটে যেথায়ই থাকি, পাপ নাপাকে সব মানুষের তরে
কোরআন হাদিসের বর্ননায় দেই ফতুয়া একশো ভাগ সঠিক
আমি যেন খুব জান্তা বিশাল জ্ঞানী ইসলামিক পন্ডিত
মুফতি বেডা যাই বলুক মিয়া ভাই আমারটাই এক্কেবারে ঠিক।

হেই মিয়ারা ধর্ম শিইক্ষা ধর্ম দিয়া করে লাখ লাখ টাকা কামাই
আমি কিন্তু নিজের খাইয়া নিজের পইরা ফ্রিতে ধর্মের বাণী বিলাই।
আমি কিন্তু শিক্ষা বিহীন মুর্খ মানুষ ধন সম্পদও নাই
আমার আগে তাগো হিসাব দিয়া বেহেস্তে যাওয়া এতো সোজা নায়।